
আনোয়ারার উপকূল রায়পুর ইউনিয়নে বঙ্গোপসাগরের বেডিবাঁধের ভাঙনে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে বাংলাদেশে জিটুজি ভিত্তিতে প্রকল্প চায়নিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) এর উদ্যোক্তা চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ।
রবিবার(৯ আগষ্ট) দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদে এসব বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ টন চাউল, ১ টন তেল ও ১ টন ডাল।
বিতরণকালে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম ও চায়না হারবারের প্রতিনিধি মোহাম্মদ ইয়াসিন আরফাত সাজ্জাদ অন্যান্যরা।
উপজেলা নির্বাহি অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন-জোয়ারের পানিতে প্লাবিত রায়পুর ইউনিয়নের দুটি ওয়ার্ডের ১০০০ টি পরিবারকে চায়না হারবারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই বছরের পর আর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করবে না।সবাইকে আশ্বস্ত করতে চাই আগামী বর্ষা মৌসুমের আগেই বেড়িবাঁধের কাজ শতভাগ সম্পন্ন হবে।