
মো. আমজাদ হোসেন, আনোয়ারা প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রায়পুর ইউনিয়নে সমুদ্র সৈকতে ভেসে এসেছে অজ্ঞাত এক ব্যক্তির লাশ।
মঙ্গবার(১১আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে রায়পুর ইউনিয়নের গহিরা বাইগ্গের ঘাট এলাকায় বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে লাশটি ভেসে এসেছে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম জানান, সাগরে মাছ শিকার করতে গেলে সৈকতের পাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেওয়া হয়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। লাশটির পঁচন ধরে চেহারা বিকৃত হয়েয়ে গেছে।