
মুহাম্মদ আমজাদ হোসেন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ–
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য,মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদ চট্টগ্রামের সভাপতি, ৯নং পরৈকোড়া ইউনিয়ন শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি,
মামুরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,মামুরখাইন যুগবাণী তরুণ সংঘের বিপ্লবী সভাপতি, এবং আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামের কৃতি সন্তান তরুণ রাজনীতিবিদ,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক, রাজপথের লড়াকু সৈনিক, দক্ষ, মেধাবী, ত্যাগী, পরিশ্রমী ও কর্মীবান্ধব নেতা,মানবতার ফেরিওয়ালা, গরীবের বন্ধু,ছাত্রসমাজের অহংকার,এম.নুরুল হুদা চৌধুরীর আজ শুভ জন্মদিন।
১৯৭৯ সালে ১৪ই আগষ্ট (শুক্রবার) এই দিনে আনোয়ারা ৯নং পরৈকোড়া ইউনিয়নে মামুরখাইন গ্রামে তাহার নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন। এম.নুরুল হুদা চৌধুরী ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। রাজপথের আন্দোলন-সংগ্রামে সবর উপস্থিতি ছিল এই নেতার।
এম.এ.নুরুল হুদা চৌধুরী’র’শুভ জম্মদিনে যুগবাণী তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও মুজিবীয়া শুভেচ্ছা জানিয়েছেন।
আপনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাক আনোয়ারাবাসীর মানবসেবার কার্যক্রম। আপনার হাত ধরেই রচিত হোক নতুন অধ্যায়। শুভকামনা রইল।
মহান আল্লাহ আপনার হায়াতে অফুরন্ত বরকত দান করুক, সদা সর্বদা সুস্থ রাখুক, সেই কামনা করি।