
আশরাফুল ইসলাম, বরগুনা প্রতিনিধি-মুজিব বর্ষ উপলক্ষে মানবতার বন্ধন। বরগুনায় ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী গরু ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া কর্মকর্তাদের বেতনের মধ্য থেকে কিছু টাকা জমা করে অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা।
এই উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ব্ল্যাক বারোটায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যাংক এশিয়ার আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের হেড অফ সাউথ জোন উজ্জল কুমার রায়ের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দিন, ব্যাংক এশিয়ার প্রকল্প বাস্তবায়ন ইউনিটি প্রধান আরিফুর রহমান।
এসময় লটারির মাধ্যমে ১৫ জনকে ১৫ টি গরু ও শীতবস্ত্র বিতরণ করেন। এগুলো তাদের হাতে তুলে দেন জেলা প্রশাসক