
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া ১০০ দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ আগষ্ট) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষে রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার এসব সরকারি চাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এনাম উদ্দিন আইয়ুব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, শিক্ষানুরাগী মো. ইসকান্দর প্রমুখ।