
সিলেট বিয়ানীবাজার উপজেলার দুবাগ সিএনজি ৭০৭ শাখার সদস্য মোঃ খুরশেদ আহমেদ আর নেই, দুবাগ সাদিমাপুর সিলেটী পাড়ার মোঃ ইজ্জাত আলী সাহের বড় ছেলে, গত কিছু দিন আগে পারিবারিক ভাবে খোরশেদ আহমেদ কে বিয়ানীবাজার বারি গ্রামের বিবাহ দেন, বিয়ের হাতের মেহেদী রং শেষ হতে না হতে না হতে খুরশেদ আহমেদ চলে গেলেন না ফেরারদেশে,
সিএনজি চালক সমিতি দুবাগ শাখা বিয়ানীবাজার ৭০৭-শাখার সদস্য, মোঃখুরশেদ আহমদ’র আজ সকাল ৮ ঘটিকার সময় ইন্তেকাল, এমন মৃত্যূ খুবই কষ্ট দেয় । এ পর্যন্ত ঘটনার কোন কারণ রহস্য যানা যায় না, স্বাভাবিক মৃত্যু বলে যানা যায়
স্থায়ীরা বলেন- গত এক সপ্তাহে আগে বিয়ে করে বউ নিয়ে আসছে, আজ হঠাৎ এমন মৃত্যু পরিবার কিছুতেই মেনে নিতে পারছেন না, আরো যানায়ায় যে আজ সকালে গুম থেকে খুবই হঠাৎ খুরশেদের শরীরে অস্তিরে অশান্তি ভোগ করতে, পরিবারের লোক বিয়ানীবাজার সরকারী হসপিটালের উদ্দেশ্য নিয়ে যায়ার পথে খুরশেদ মায়া যায়,
এমন মৃত্যু এলাকায় শোকের ছোয়া পড়েছে ,
সি.এন.জি চালক খুরশেদ আহমদের মৃত্যুতে ৭০৭ শাখা-পরিষদের পক্ষ থেকে মহুমের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন,