
নুরুল বশর, মহেশখালী প্রতিনিধিঃ
আজ কক্সবাজার চকরিয়া উপজেলায় ডুলাহাজারা হাইস্কুলে মাঠে শুভ উদ্বোধন করা হয়
আলহাজ্ব নুরুল আমি চেয়ারম্যান প্রদত্ত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২০। আজকের খেলায় অংশগ্রহণকারী দল মহেশখালী কালারমারছড়া ফুটবল একাডেমি বনাম নর্থ-সাউথ বন্ধুমহল ডুলাহাজারা।
বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ার অঙ্গিকার নিয়ে এলাকার যুবসমাজকে ক্রীড়ার সাথে সম্পৃক্ত করার লক্ষে টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত খেলা উপভোগ করতে মহেশখালী চকরিয়া ও ডুলাহাজারার অসংখ্য ফুটবল প্রেমী মাঠে ছুটে আসেন। দুই মেরুর দুই প্রতিদ্বন্দ্বীকারী দলের মনমাতানো নৈপুণ্যময় খেলা দেখতে মাঠে আসেন হাজার হাজার ক্রীড়ামোদী উৎসুক ফুটবল প্রেমী।
মহেশখালী কালারমারছড়া ফুটবল একাডেমির পক্ষে অধিনায়ক হিসেবে ছিলেন কালামারছড়া লাল দলের খেলোয়াড় মোহাম্মদ আলী। তাকে হ্যান্ডবেল্ড
পরিয়েদেন ঢাকা মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের উদীয়মান তারকা ফুটবলার মতিউর রহমান মুন্না।
১৫ আগস্ট উপলক্ষে খেলোয়াড় আগত দর্শকবৃন্দ ৩ মিনিট নিরবতা পালন করে ১৫ই আগষ্ট শহীদের শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।
খেলায় মহেশখালী কালারমারছড়া ফুটবল একাডেমির খেলোয়াড় আরিফ মাহমুদের জোড়া গোলে এগিয়ে গেলেও পরে দুলাহাজারা ফুটবল দল ঘুরে দাঁড়ায় নির্ধারিত সময় শেষে দুলাহাজারা নর্থ-সাউথ বন্ধুমহল ফুটবল দল ৪-৫ গোলে জয় লাভ করে।
কালারমারছড়া ফুটবল একাডেমির পক্ষে টিম ম্যানেজার হিসাবে ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ সুজন বীমা ডিভিশনের সিনিয়র এজিএম মোঃ সরওয়ার কামাল।
খেলা দেখতে যাওয়া মহেশখালী থেকে ডুলাহাজারা গমনকারী খেলোয়াড় ও দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন কালামারছড়া ফুটবল একাডেমির প্রতিষ্ঠা মতিউর রহমান মুন্না।