
মাইকেল দাশ,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ বঙ্গবন্ধু পরিষদ আবুদাবি কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সমাজসেবক মো. জামাল উদ্দিন (৬০) এর চেহলাম রোববার (২৩ আগস্ট) রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের কাটাখালী গ্রামে ধর্মীয় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।
জামাল উদ্দিন বঙ্গবন্ধু পরিষদ ছাড়াও আনজুমানে মোত্তাবেয়ীনে গাউসিয়া আমিরিয়া সোলায়মানিয়া ইলিয়াছিয়া কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও গশ্চি দরবার শরীফের ভক্ত ছিলেন। উল্লেখ্য গত ১৭ জুলাই মো. জামাল উদ্দিন ইন্তেকাল করেন।