
জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গদাধর গ্রামের মোছাঃ সর বানু (৬৫) সোমবার (২৪ আগষ্ট) রাত ১০ টায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
তিনি উপজেলার ঐতিহ্যবাহী গুরুসদয় স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক মরহুম নুরুল ইসলামের স্ত্রী ও বিয়ানীবাজার মাথিউরা সিনিয়র মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল আলিম, ও হবিবপুর কেশবপুর ফাজিল সিনিয়র মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হাকিম এর মাতা।
পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি দীর্ঘদিন যাবত ডায়বেটিস, উচ্চরক্তচাপ,কিডনি রোগসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও নাতি নাতনী অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজ ২৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় সোনাপুর মাজহারুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।