
বিয়ানীবাজার ৩নং দুবাগ ইউনিয়নের স্ট্রীট লাইট স্থাপন হয়েছে,
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী, জননেতা নুরুল ইসলাম নাহিদ এম.পি মহোদয়ের ধারাবাহিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এবং তাঁর দিকনির্দেশনা অনুযায়ী বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন
হাট-বাজার,খেয়াঘাট ও গুরুত্বপূর্ণ এলাকায় “টিআর/কাবিখা’র মাধ্যমে স্ট্রীট লাইট স্থাপন প্রকল্পের”কাজ চলমান রয়েছে।
আজ বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের অন্তর্গত শেখ হাসিনা চত্বর, মরহুম আব্দুল খালিক মায়ন চত্বর,দুবাগ বাজার এলাকায় স্ট্রীট লাইট স্থাপন কাজ পরিদর্শন করেন, বাংলাদেশ আওয়ামী লীগ বিয়ানীবাজার উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম, আউয়াল ।
এ সময় স্থানীয় দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য : বিয়ানীবাজার উপজেলার ১০ টি ইউনিয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই প্রকল্পে মোট ব্যয় হবে ৮৬,৭৮,৭৯৪/- (ছিয়াশি লক্ষ আটাত্তর হাজার সাতশত চুরানব্বই টাকা)
পৌর এলাকায় ভিন্ন প্রকল্পের আওতায়” স্ট্রীট লাইট স্থাপন” কাজ চলমান রয়েছে।
