
আজ রোজ মঙ্গলবার(২৫ আগষ্ট) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ব্লাড সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাসান সুজনের বিরুদ্ধে ফেইজবুকে মিথ্যা বানোয়াট গুজব ছড়াছে ।
আজ সকাল অনুমানিক ৬টার দিকে এলেক্স ফারিয়া নামক একটি আইডি হতে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট গুজব ছড়িয়ে পড়ে ইন্টারনেট অনলাইনের মাধ্যমে।
ঘটনাটি কি তা দেখার জন্য Alex Faria নামক এই আইডিতে ডুকে দেখতে পেলাম তার বিরুদ্ধের লেখা হয়েছে তিনি একজন রিক্সাসা চালক।
ঘটনা তদন্ত সূত্রে জানা যায় তিনি একজন ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আরো জানা যায় যে মেয়ের নাম উল্লেখ হয়েছে ওই মেয়েকে তিনি চিনে না। সে ওই মেয়েকে কখনো দেখিনি।
সাম্প্রতিক ফেইজবুকে এই নিউজটি 2019 সালের ১৭ ডিসেম্বর এই তারিখে উল্লেখ করা এবং প্রকাশিত হয়েছে ২৫ আগষ্ট সকালে এলেক্স ফারিয়া নামক আইডিতে।
এই বিষয়ে ব্লাড সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ হাসান সুজন এর সাথে কথা বললে, সুজন বলেন এলেক্স ফারিয়া নামক একটি আইডি থেকে আমার ছবি এডিট করে অন্য একটি সংবাদে লাগিয়ে আমার নামে মিথ্যা, বানোয়াট, ও সম্মানহানী মূলক গুজব ছড়াছে।
সকালে এই গুজব দেখে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাধবপুর থানাতে একটি ডায়রি করি। এলেক্স ফারিয়া নামক এই আইডি কার তা খুঁজে বেড় করে আইনের আওয়াতা এনে সুষ্ঠ তদন্ত করা জন্য অনুরোধ জানাই।
মাধবপুর উপজেলার ব্লাড সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাসান সুজনের বিরুদ্ধে ফেইজবুকে মিথ্যা বানোয়াট গুজব ছড়াছে এর জন্য মাধবপুর উপজেলার ব্লাড সোসাইটি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।