
ওমান প্রতিনিধি- বাংলাদেশের ‘অকৃত্তিম বন্ধু’ ওমানের কিংবদন্তি সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মহাপ্রয়াণে আজ ১৩ জানুয়ারি ২০২০ সোমবার রাষ্ট্রীয় শোক পালন করবে সারা বাংলাদেশে।
প্রয়াত সুলতানের সম্মানে বাংলাদেশের সব সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দফতর, অধিদফতর, পরিদফতর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এবং বিদেশে বাংলাদেশের সকল দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেটে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে আজ।
সুলতান কাবুস ১৯৭০ সালে ব্রিটিশদের সহায়তায় একটি রক্তহীন অভ্যুত্থানে তাঁর পিতাকে পদচ্যুত করে ক্ষমতা দখল করেছিলেন আল কাবুস।ওমানের এই সুলতান চার দশকের বেশি সময় ধরে শান্তির প্রতিক হিসাবে ওমান শাসন করে আসছেন।