
ফেরদৌস, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলায় অবস্থিত বিল এখন নওগাঁর অন্যতম পর্যটন কেন্দ্র।প্রায় এক দশক আগে প্রয়াত জননেতা আব্দুল জলিল এমপির উদ্যোগে হাঁসাইগাড়ী অথৈজলের মাঝে নির্মাণ করা হয় সড়কটি।
সড়কটি হাঁসাইগাড়ী, শিকারপুরসহ কয়েকটি ইউনিয়নের সাথে নওগাঁ জেলা সদরের একমাত্র যোগাযোগের রাস্তা হলেও হাঁসাইগাড়ী বিশাল জলরাশীর মধ্যদিয়ে নির্মিত দীর্ঘ প্রায় ২০কিমি এই সড়ক এখন নওগাঁ জেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিনত হয়েছে।
বিশাল এ বিলের বুক চিরে নির্মিত দৃষ্টি নন্দন সড়ক এবং বিশাল জলরাশির খেলা দেখতে প্রায় ৭ কিমি অংশে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভীর জমাচ্ছেন। দর্শনার্থীদের এই সংখ্যা এতোটাই বেড়েছে যে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ এপথ দর্শনার্থীদের ভীড়ে পাড়ি দেয়া একেবারে অসম্ভব।
এ বিলে ইঞ্জিন চালিত নৌকা ভাড়ায় পাওয়া যায় ফলে পরিবার নিয়ে খুব সহজেই ভ্রমণ করা যায়।চারিদিকে এক বিশাল জলরাশি এবং মধ্যে এক রাস্তা সত্যিই দৃষ্টিনন্দন তাছাড়া এখানে খেয়া নৌকাও রয়েছে কেউ ইচ্ছে করলে নৌকা ভাড়া নিয়ে চালাতে পারে।
এখানে খাবারে হোটেল গুলো পানির মধ্যে নির্মিত যার ফলে দর্শনার্থীদের মন কাড়ে।বিকেলে দক্ষিনা হাওয়া যেন মন কে প্রশান্ত করে ফলে অন্যান্য দিনের তুলনায় শুক্রবার দর্শনার্থীদের ভিড় বেশি হয়।