
জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন ৩১ আগস্ট সকালে উচাই কৃষি কলেজ পরিদর্শনে গেলে কলেজের পক্ষ হতে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য (অব:) অধ্যক্ষ লোকমান হোসেন, আব্বাস আলী সরকার, সুফিয়া খাতুনসহ পাঁচবিবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর আজাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কৃষিবিদ রোস্তম আলী।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কৃষি ক্ষেত্রে আধৃনিক প্রযুক্তিগত শিক্ষা বিস্তারের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই, তিনি আরোও বলেন সাধারণ শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষায় বেশি জোর দিচ্ছে সরকার। তাই কৃষি শিক্ষা বিস্তারে উচাই কৃষি কলেজ, জেলার এক অনন্য প্রতিষ্ঠান।
অধ্যক্ষ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন অত্র প্রতিষ্ঠান ২০০৩ সালে এ্যাড. আক্কাস আলী মন্ডল এলাকার শিক্ষার্থীদের দক্ষজনশক্তিতে রুপান্তরিত করার জন্য উচাই কৃষি কলেজ প্রতিষ্ঠা করেন। তখন থেকে অত্র কলেজের পাশকৃত শিক্ষার্থীদের প্রায় ৮০ শতাংশ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
তাই জাতীয় সেক্টরে উচাই কৃষি কলেজ অনন্য অবদান রাখতে সক্ষমতার পরিচয় বহন করছে।