
কোন টাকা ছাড়াই পেট ভরে খাওয়া যায়
আজ মেনু ছিল ভাত আর গরুর গোস্ত।
কি অবাক হচ্ছেন…?
হ্যা, অনেকটা অবাক হওয়ার মতোই বিষয়। প্রতিদিন ক্ষুধার্ত মানুষগুলো আসছে, “ভালো কাজের হোটেল” এ বসছে এবং পেট ভরে খেয়ে যাচ্ছে কোন রকম টাকা পয়সা ছাড়াই…!
তবে শর্ত হচ্ছে, এখানে খেতে আসার আগে অন্তত একটি হলেও ভালো কাজ করে আসতে হবে।
ভালোকাজের হোটেলের উদ্দেশ্য:
১. ভালো ও নেক কাজের চর্চায় সবাইকে উদ্ভুদ্ধ করা।
২. ক্ষুধার কষ্ট কমিয়ে, ক্ষুধা মুক্ত এক বাংলাদেশ গড়া।
এই হোটেল টি আমাদের ডেইলি টেন মেম্বারদের দৈনিক ১০ চাঁদার মাধ্যমে পরিচিত হয়।
সর্বোত্তমসদগাহলোকোনক্ষুধার্তকেপেটভরেখাওয়ান
ভালোকাজের হোটেল
ভালোকাজের বিনিময়ে_আহার
আসুন প্রতিদিন একটি হলেও ভালো কাজ করি।