
কেশবপুরের সন্ন্যাসগাছা ভদ্রা নদীর কুলে খেলতে গিয়ে পানিতে ডুবে সুরাইয়া (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।সে সন্ন্যাসগাছা গ্রামের মস্তিষ্ক প্রতিবন্ধী শহীদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে,বুধবার বিকালে উপজেলা সন্ন্যাসগাছা ব্রিজের মাথা বাজারে পাশে ভদ্রা নদীর পাড়ে প্রতিদিনের ন্যায় খেলছিল সুরাইয়া।কোন এক সময় সকলের অগোচরে সে নদীতে পড়ে যায়।কিছু সময় পরে তার মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।