
“কোভিড-১৯ সংকটঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখান-শিখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” এই প্রতিপাদ্য বিষয় রেখে জয়পুরহাটের পাঁচবিবি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ১১ টার উপজলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরমান হোসেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না।
এসময় উপস্থিত ছিলেন -পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেলিম রেজা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী, উপজেলা এনজিও সমন্বয় সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী প্রমূখ।