
আজ ৯ সেপ্টেম্বর। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনির জন্মদিন।
তিনি ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও চেম্বার অফ কমার্স এর সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি) এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর অনুসারী। প্রতিবছরের ন্যায় এবারের জন্মদিনেও ব্যাতিক্রমধর্মি উদ্ধোগ নিয়েছেন অনির অনুসারীরা।
(৯ সেপ্টেম্বর) বুধবার বিকেলে নগরীর টাউন হল চত্বরে ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনির জন্মদিন উপলক্ষে তার অনুপস্থিতিতে ভালো কিছু করার চিন্তা নিয়ে অনির অনুসারী পারভেজ এর উদ্যোগে এক মানবতার দেয়াল স্থাপন করা হয়।
উক্ত মানবতার দেয়ালে মানুষের অপ্রোয়জনীয় জিনিস রাখা হবে এবং সেখান থেকে বিনামূল্যে গরীব অসহায় মানুষেরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় ইত্যাদি নিয়ে ব্যবহার করতে পারবেন।এছাড়াও ৫০ জন গরীব অসহায় ও পথশিশুদের মাঝে কাপড় বিতরন করা হয়। তার এই মহৎ উদ্ধোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।আরো জানা যায়, ছাত্রলীগ নেতা অনির অন্যান্য অনুসারীরা তার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মিল্লাত ও এতিম পথশিশুদের মাঝে খাবার বিতরন করেন।
এই বিষয়ে ছাত্রলীগের পারভেজ বলেন, আজ আমার অভিভাবক নওশেল আহমেদ অনি ভাইয়ের জন্মদিনে তার অনুপস্থিতিতে আমরা মানবতার দেয়াল স্থাপন করি। অনি ভাই মানবতার কাজকে ভালোবাসেন। তিনি রাজনীতি করেন মানুষের সেবার জন্য। তার মানবতার কাজ দেখে অনুপ্রাণিত হয়ে আজ আমরা এই উদ্যোগ নেই।