
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আলমগীর তালুকদারকে সভাপতি ও আরমান হোসেন ইমনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলার নতুন কমিটি গঠন করা হলো।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিচালক মহিউদ্দিন মানু ও সভাপতি মিয়া মনসফ চট্টগ্রাম দক্ষিণ জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন।
তারা বলেন, এই দুই তরুন নেতার নেতৃত্বে দক্ষিণ জেলার সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন সকল উপজেলা শাখার নেতৃবৃন্দকে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সব ধরণের সাংগঠনিক যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা গঠনের পর থেকে আজ অবধি এই শাখাটি কখনো জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহন করেনি। ফলে দক্ষিণ জেলার সাংগঠনিক এলাকার প্রতিযোগীরা জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহন থেকে বঞ্চিত হয়েছে।