মনিরুজ্জামান মনির, রামপরা প্রতিনিধিঃ
রাজধানী ঢাকার বাসাবো এলাকার ইস্টার্ন হাউজিং ছায়াবিথীর মোড়।বামে মাদারটেক চৌরাস্তা ও ডানে বাসাবো বিশ্ব রোড।চার রাস্তার এই মোড়টিতে সকাল সন্ধা যানজট লেগেই থাকে।যানজট যেনো এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী।
সকালে অফিস চালুর সময় থেকেই ভোগান্তি শুরু আর অফিস শেষে সেই ভোগান্তি বেড়ে দিগুণ হয়।আর এই সব কিছুই হয় এইখানটাতে একজন ট্রাফিকের অনুপস্থিতি। ট্রাফিক পুলিশ না থাকায় বড় গাড়ি ছোট গাড়ি,রিক্সা, ভ্যান,উল্টা পথ অনুসরণ করে। কেউবা আবার ডান বাম না দেখেই তার গাড়ি আগে নেবার পা্ল্লায় মেতে উঠে।
মাঝে মাঝে কিছু মানুষ এসবকিছু দেখে নিজেরাই নেমে পড়ে যানজট নিরসনে। কিন্তু কে শোনে কার কথা। যার যেভাবে মন চায় সেভাবেই চলে তাদের গাড়ি।সব কিছু মিলে চরম ভোগান্তিতে আছে সাধারণ মানুষ। তাদের দাবি খুব তাড়াতাড়ি এই জায়গাটিতে একজন ট্রাফিক পুলিশ দেওয়া হোক।