
আসসালামু আলাইকুম, জনস্বার্থে সংবাদ প্রচারের অন্যতম মাধ্যম “স্বাধীন বাংলা ৭১” অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেলে দেশের সকল উপজেলা হতে প্রতিনিধি নিয়োগ দিতে ইচ্ছুক।
দেশের সব ধরনের তথ্য, সাম্প্রতিক ঘটে যাওয়া সংবাদ, ভিডিও প্রতিবেদন, শিক্ষা, চাকুরী বিজ্ঞাপন, কেনাকাটা, ধর্মীয়, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ, বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন প্রকাশের অনলাইন প্লাটফর্ম “স্বাধীন বাংলা ৭১”।
আগ্রহী প্রার্থীগণ কোন উপজেলার প্রতিনিধি হতে ইচ্ছুক তা উল্লেখ পূর্বক একটি আবেদন পত্র, একটি জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট সাইজের ছবি ইমেইলে বা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে।
→ই-মেইলঃ www.sadinbangla71tv@gmail.com
ই-মেইল পাঠাতে, বিষয় বস্তু অর্থাৎ Subject –এ কোন উপজেলা প্রতিনিধি/ ক্যাম্পাস প্রতিনিধি তা উল্লেখ করতে হবে।
→হোয়াটসঅ্যাপঃ +96895584196
প্রয়োজনে কল করুন- ☎📱 01617425167
শর্তাবলিঃ
১/ আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২/ শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ হতে নূন্যতম এইচ এস সি (HSC)পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩/ বয়সঃ নূন্যতম ২০ বছর।
৪/ সংবাদ লিখার উপর অভিজ্ঞ ও পারদর্শী হতে হবে।
৫/ মূলধারার সাংবাদিক/ বিশ্ববিদ্যালয় এবং অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
যে সকল উপজেলা হতে আবেদন করার প্রয়োজন নেইঃ
১/ ঢাকাঃ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ।
২/ চট্টগ্রামঃ রাঙ্গুনিয়া, রাউজান, আনোয়ারা।
৩/ সিলেটঃ দক্ষিণ সুরমা, কতোয়ালী থানা, দিরাই উপজেলা, দোয়ারাবাজার উপজেলা, বিয়ানীবাজার থানা।
৪/ কলেজ/বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমীর কলেজ।