চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের শিক্ষা উন্নয়ন পরিষদ- মালেক সওদাগর বাড়ী কতৃক শনিবার(১২ সেপ্টেম্বর) আলহাজ্ব আইয়ুব আলীর বাড়ী হতে কর্ণফুলী নদী পাড় পর্যন্ত স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করা হয়েছে।
যেখানে ইতোমধ্যে কর্ণফুলী নদীর পাড়ে নদী ভাঙ্গন রােধে মাননীয় তথ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ এমপির শ্রেষ্ঠ উপহার স্বরুপ ব্লক স্থাপন করা হয়েছে। রাস্তার অর্ধাংশ গত সপ্তাহে আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব আলী স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করেছেন।
কর্ণফুলী নদীর পাড় পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয় সংগঠনের আহবায়ক আব্দুল কাদের মাস্টারের দিকনির্দেশনায়। স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ কর্মসূচীতে অংশগ্রহন করেন আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব আলী,আব্দুল কাদের মাস্টার, সংগঠনের যুগ্ম আহবায়ক ইন্তেকাফ আলম আদিল, অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো জামাল হোসেন, সদস্য ইস্তেয়াক হোসেন জিসান, রাফি, আবীর শাহ কোরেশী, মো ফাহিম, প্রবাসী শিল্প উদ্যোক্তা মো কাউছার, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য ইস্তেকাফ আলম শাদিল,আনোয়ারুল ইসলাম মানিক, প্রবাসী মো কামাল শাহ, মুহাম্মদ শাওন, মুহাম্মদ রিশাদ, মো রাহাত, আতাউর রহমান, মো শাফায়েত, জয়নুল, আফ্ফি, মোস্তফা নুর আহনাফ,নিহাল প্রমুখ।