
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষী বাজার এলাকা থেকে র্যাব-৭ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ কামরুজ্জামান (৩০) নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামরুজ্জামান ওই ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের নুরুল হকের পুত্র।
মঙ্গলবার দুপুরে কামরুজ্জামানের বিরুদ্ধে আনোয়ারা থানা মাদক আইনে একটি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী বাজারের খাজা আরশাদুজ্জামান স্টোর থেকে কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্য মতে বাজারের একটি গোডাউন থেকে ৪০ হাজার ইয়াবা ও পলাতক আসামী সরওয়ার আলমের বাড়ির দোচালা টিনের ঘরের ভেতর থেকে আরও ১ লাখ ২৫ হাজার ১৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব জানান, কামরুজ্জামান ও সরওয়ার দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে সাগর পথে ইয়াবার চালান এনে বিক্রি করছেন ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, র্যাবের অভিযানে গ্রেপ্তারকৃত কামরুজ্জামানের বিরোদ্ধে একটি মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে