বেতাগী কাউখালী গার্ডবাড়ি হযরত আল্লামা ইমাম গাজী শেরে বাংলা (রাহঃ) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে ও হযরত মা ফাতেমা (রাঃ) এর ওরশ উপলক্ষে আয়োজিত সুন্নী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী।
গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাঙ্গুনিয়াস্থ বেতাগী ইউনিয়নে কাউখালী জামে মসজিদে হযরত আল্লামা ইমাম গাজী শেরে বাংলা (রাহঃ) স্মৃতি সংসদ বেতাগী কাউখালী গার্ডবড়ি শাখার উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে ও নবী কন্যা হযরত মা ফাতেমা (রাঃ) এর ওরশ উপলক্ষে ১৩ তম সুন্নী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এম এ আইয়ুব সওদাগরের সঞ্চালনায় সমাবেশে উদ্বোধক হিসেবে ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ নাজমুল ইসলাম সিদ্দিকী, প্রধান অতিথি ছিলেন প্রবীন আলেম হাফেজ ক্বারী মাওলানা রুহুল আমিন আল ক্বাদেরী, বিশেষ বক্তা ছিলেন কাউখালী জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন আল্ ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ রফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু তৈয়ব নঈমী, হাজী মুহাম্মদ নেজাম, সৈয়দ আবুল মনসুর মেম্বার, নুরুল আনোয়ার মাষ্টার, মুহাম্মদ রেজাউল করিম মিন্টু সওদাগর, নুরুল হক, মুহাম্মদ শাহ আলম প্রমূখ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা, সম্পাদক মণ্ডলী, ও কার্যকরী সদস্যবৃন্দ।
সকালে পবিত্র খতমে কুরআন ও খতমে গাউসিয়া শরীফ এবং বিকাল ৫.০০ টা থেকে হাফেজ শায়ের ইয়াকৃুব এর নাতে রাসুল (সাঃ) এর আসরের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সুন্নি সমাবেশে বক্তারা কারবালার ঐতিহাসিক ঘটনা, নবী কন্যা মা ফাতেমা (রাঃ) এবং শেরে বাংলা আজিজুল হক (রাহঃ) জীবনির বিভিন্ন দিক তোলে ধরেন। সবশেষে হাফেজ আমিরুল ইসলাম এর পরিচালনায় মিলাদ-ক্বিয়াম ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী।