
আমির হামজা চট্রগ্রাম ব্যাুরো -চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়েছে এক বসত ঘর। গতকাল বৃহস্পতিবার (১৬-০১-২০২০) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফকির শাহ্ কাজীর বাড়ীতে চুলার থেকে আগুন লেগে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়। এতে প্রায় ২ লক্ষা টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ, আবদুল জব্বার সেই মৃত নুর আহম্মদ এর পুত্র। স্থানীয় লোকজন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থালে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে কাজে সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এর আগে সবকিছু পড়ে ছাই হয় যাই। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় চেয়ারম্যান তসলিম উদ্দিন।