চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা সাপলেজা পাড়াস্থ সৈয়্যদবাড়ী দরবার শরীফে সৈয়দ আজিম উদ্দীন আল আরবি (রহ.) মাজার প্রাঙ্গণে পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে হোসাইনীয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার বাদে এশার মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আবুল উল্লাহর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ডাঃ মেজবাহ উদ্দিন শওকতের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য মাহফিলে বক্তব্যে রাখেন, সরফভাটা নেছারিয়া তৈয়বীয়া মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ মুহাম্মদ আইয়ুব নুরী,অত্র জামে মসজিদের খতিব মাওলানা মনির উদ্দীন মারুফ আলকাদেরী,পেশ ইমাম মাওলানা ইসহাক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পোমরা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাওলানা নঈমুল হক সরমদ নঈমী, বর্তমান সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন জাবেদ প্রমুখ।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন, উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মাহমুদুল রহমান, পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুহাম্মদ মুছা, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার সাবেক শিক্ষার্থী মাওলানা রেজাউল করিম আল কাদেরী, মাওলানা রিদোয়ান আল কাদেরী, মাজার ও মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সৈয়দ সোলাইমান, সৈয়দ আজিম,অর্থ সম্পাদক সৈয়দ রোকন উদ্দীন পলাশ, সহ অর্থ সম্পাদক সৈয়দ সাব্বির, প্রচার সম্পাদক সৈয়দ মুহাম্মদ রোবাইদ প্রমুখ।