
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত জননেতা মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জেয়ারত, পুষ্প অর্পণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জানালেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নব গঠিত কমিটির সভাপতি আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক লায়ন সাবের আহমেদ।
শনিবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলার হাইলধরে মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জানাই নেতা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
এসময় দক্ষিণ জেলার নব গঠিত কমিটির সদস্য ছাড়া জেলার আওতাধীন বিভিন্ন থানা ও ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।