
মো তুরান মোল্লা কবি নজরুল কলেজ প্রতিনিধিঃ-এবারের বিপিএলে প্রথম বারের মতো রাজশাহী রয়েলস চ্যাম্পিয়ান হয়। ২০১৯-২০২০ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের বঙ্গবন্ধু বিপিএল। এবারের বিপিএলের ফাইনালে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়েলস এর মধ্যে অনুষ্ঠিত হয়। খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে রাজশাহী রয়েলস প্রথম বারের মতো আন্দ্রে রাসেলের নেতৃত্বে শিরোপা অর্জন করে। প্রথম বার ফাইনালে উঠেও ব্যর্থ মুশফিক। টচে হেরে ম্যাচের শুরুতে রাজশাহী প্রথমে ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। অপর দিকে ১৭১ রানের লক্ষে খেলতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করতে
সক্ষম হয় খুলনা।
প্রথমে খুলনার দুই অপেনারকে হারিয়ে বিপাকে পড়ে। পরবর্তীতে রাইলে রুশো এবং শামসুর রহমানের পাটনারশিপে ৫৪ বলে ৭৪ রান। পরে আর কেউ উইকেটে থিতু হতে পারেনি। শামসুর রহমান ৪৩ বলে ৫২ করে আউট হন। এছাড়া
মুশফিকুর রহিম ১৫ বলে ২১ রান, ফ্রাইলিঙ্ক ১৫ বলে ১২, রুশো ২৬ বলে ৩৭ রান।
রাজশাহী বলারদের মধ্যে ইরফান ৪ ওভার ১৮ রান ২ উইকেট, কামরুল ইসলাম ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট সংগ্রহ করে।
ম্যাচ সেরা নির্বাচিত হয় মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল, এছাড়া টুর্নামেন্ট সেরা হন রাসেল।
এদিকে সফল টুর্নামেন্ট হওয়ায় এবং দেশীয় খেলোয়াররা সফল হওয়ায় বোর্ড প্রধান সবাইকে ধন্যবাদ প্রকাশ করেছেন।
সেরা পাঁচ বলারদের মধ্যে ২০ উইকেট নিয়ে সবার উপরে। এছাড়া রুবেল হোসেন, মোহাম্মদ আমির এবং রবি ফ্রাইলিঙ্ক ২০ উইকেট করে সংগ্রহ করে।
অপর দিকে রান সংগ্রহের ক্ষেত্রে
রুশো ৪৯৫, মুশফিকুর রহিম ৪৯১, লিটন দাস ৪৫৫, ডেবিড মালান ৪৪৪, শোয়েব মালিক ৪৫৫ রান।