
মুহম্মদ মঈনুল ইসলাম
স্বাধীনভাবে বাঁচতে চাই,
নয়তো
আমিও মৃত্যু চাই-
কোনো এক শহীদী মৃত্যু
বিচার চাইব না
এই অযাচিত ভূখণ্ডে।
কারো মুখে “ওয়ান্ট জাস্টিস “
শুনতে চাই না
সেটা নিছক এক উচ্চস্বর।
সব থেমে যাবে
প্রতিবাদ কিংবা দীর্ঘশ্বাস
এবং একটি প্রাণহীন দেহ।
আমি জন্ম নেবো
একবার নয় শত- সহস্রবার
আবার খুন হবো
শেষ নিঃশ্বাসে দেখবো
কতকটা কালো মুখ
মৃত্যু উল্লাসে ব্যস্ত।
আমি আবর্তিত মানব
খুনের চাহিদায় প্রেরিত
বারংবার।
কারো দুচোখের পানিতে
কম্পিত ঠোঁটে আমার নাম
শেষ মোনাজাতে থাকবেই।