২৩ সেপ্টেম্বর ২০২০ দিনটা ছিলো জনপ্রিয় কন্ঠ শিল্পী
আরেফিন রুমির জন্মদিন ১৯৮৭ সালের ২৩ এ সেপ্টেম্বর মোহাম্মদপুরের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন
আরেফিন রুমি।
প্রতিবারের মতো এইবার ও তাঁর জন্মদিন পালন করা হয় তবে এই বার করোনার কারণে বেশ বড় আকারে করা হয়নি। রাজধানী ঢাকার লালমাটিয়ার পিয়াস এর স্টুডিওতে জন্মদিনের আয়োজন করা হয় জন্মদিন কেক কাঁটা শুরু করেন দুপুর থেকে। দূর দুরান্ত থেকে ছুটে আসেন তাঁর বক্তরা তাঁর সাথে আনন্দের সময় টা ভাগাভাগি করার জন্য।
অবশেষে এমন ভালোবাসা পেয়ে খুবই খুশি হন আরেফিন রুমি
যে টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় মন দিয়ে ভালোবাসা নিতে এই তাঁর বক্তরা ও অনেক খুশি তাঁকে এতোটা কাছে থেকে পেয়ে।
তাঁর বক্তরা জানান আমাদের মনে প্রানে বেঁচে থাকবে আরেফিন রুমি। আরেফিন রুমির মা জানান মানুষের দোয়া এবং ভালোবাসায় আজ আমার ছেলে এত দূর আসা সবাই আমার ছেলের জন্য দোয়া করবা সব সময় পাশে থাকবা।