শনিবার, ০২ জুলাই ২০২২, ০৮:০২ পূর্বাহ্ন
১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ-বর্ষাকাল | ৩রা জিলহজ, ১৪৪৩ হিজরি
  • Home
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিভাগীয় সংবাদ
    • খুলনা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • ঢাকা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ
  • অপরাধ দুর্নীতি
    • আইন আদালত
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • বিবিধ
  • দুর্ঘটনা
  • বিনোদন সংবাদ
  • দেশ জুড়ে
  • চট্টগ্রাম বিভাগ
    • পার্বত্য জেলা
    • রাঙ্গুনিয়া
    • রাউজান
  • শিক্ষা-প্রতিষ্ঠান
  • চট্টগ্রাম বিভাগ
  • ধর্ম ও জীবন

লালদীঘি মাঠে আহলে সুন্নাত সম্মেলন সংস্থা বাংলাদেশ (ওএসি)’র ৩ দিন ব্যাপী সুন্নি সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগ প্রকাশিত- শনিবার ১৮ জানুয়ারি ২০২০, ২২২৬ বার পড়া হয়েছে
  • কাজী জাহেদুল হক
  • নিজস্ব সংবাদদাতা

ইসলামের নামে বিকৃত মতাদর্শ প্রচার রোধ ও যুব সমাজের অবক্ষয়গামিতা প্রতিরোধে জাতীয় পদক্ষেপ গ্রহণের আহবান। গত ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি আহলে সুন্নাত সম্মেলন সংস্থা বাংলাদেশ (ওএসি)’র আয়োজনে চট্টগ্রাম নগরীর লালদিঘী মাঠে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সুন্নী সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

ইরাক, ফিলিস্তিন, সিরিয়া ও কাশ্মিরসহ বিভিন্ন দেশে চলমান সংঘাত-সহিংসতা প্রতিরোধে মুসলিম দেশগুলোকে পদক্ষেপ নেয়ার, মিয়নামারের রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে ওআইসির পক্ষে দায়েরকৃত মামলাকে সমর্থন জানিয়ে গাম্বিয়ার পাশে দাঁড়াতে সকল দেশকে এগিয়ে আসার, ইসলাম তথা সুন্নিয়ত পরিপন্থী ঈমান আক্বিদা বিরোধী যাবতীয় অপতৎপরতা রোধে বৃহত্তর সুন্নি ঐক্যের মজবুত বলয় গড়ে তোলা এবং নগ্ন আকাশ সংস্কৃতি ও মাদকপণ্যের অস্বাভাবিক বিস্তারের ফলে যুব-তরুণদের অবক্ষয়গামিতা রোধে জাতীয় সমন্বিত উদ্যোগ নেয়ার ডাক দিয়ে চট্টগ্রাম লালদীঘি ময়দানে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলন শেষ হয়েছে।

আহলে সুন্নাত সম্মেলন সংস্থা (ওএসি) বাংলাদেশ এর আয়োজনে সুন্নি সম্মেলনের শেষ দিনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী।

সুন্নি সম্মেলনের শেষ দিনে হাজারো সুন্নি ওলামা ছাত্র জনতার ঢল নামে। বিভিন্ন পরিবহনে চট্টগ্রামসহ দূর দূরান্ত থেকে আসা মানুষের অংশগ্রহণে লালদীঘি মাঠ ছাড়িয়ে আশপাশ এলাকাও জনারণ্য হয়ে ওঠে।

ইসলামের নামে গর্জে ওঠা জঙ্গিবাদসহ নানা বিকৃত মতবাদ পোষণকারীদের আদর্শিকভাবে মোকাবেলা করার শপথ নেন অগণিত সুন্নি জনতা। সম্মেলনে বিদেশি আলোচক ছিলেন আন্তর্জাতিক বক্তা আল্লামা মুহাম্মদ হোসাইন সিদ্দিকী আবুল হক্কানি (ভারত), আল্লামা হাফেজ এহসান ইকবাল কাদেরী (শ্রীলংকা)। আল্লামা আবুল হক্কানি বলেন, তাওহিদ রেসালত ও বেলায়তই হচ্ছে ইসলামের মূল নির্যাস।

প্রিয় নবীর (দ.) প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন, আউলিয়ায়ে কেরামের পদাংক অনুসরণ এবং মজবুত ঈমান আক্বিদাই হচ্ছে একজন মুসলিমের ঈমানদারিতার পূর্বশর্ত। আল্লাহ পাককে সবাই মানেন ও স্বীকার করেন। কিন্তু শানে রেসালত ও বেলায়তই হচ্ছে ঈমানের ভূষণ। তা না মানলে ঈমানদার হওয়া যাবে না।

আল্লামা এহসান ইকবাল কাদেরী বলেন, মুসলিম বিশ্বে কোথাও আজ শান্তি নেই। অনৈক্য ও ভ্রাতৃঘাতী সংঘাতের ফলে মুসলিম বিশ্বে আজ অশান্তি অস্থিরতা জিইয়ে রয়েছে। কুরআন-সুন্নাহর নির্দেশনা মেনে সামগ্রিক জীবন পরিচালনা করলে মুসলমানরা হারানো গৌরব ও মর্যাদা ফিরে পেতে পারে। আলস্য, কলহ ও জীর্ণতা ছেড়ে মুসলমানদেরকে ঈমান-আক্বিদার শক্তিতে জেগে উঠতে হবে।

বিশেষ অতিথি মাওলানা এম.এ মতিন বলেন, সুন্নি মুসলমানরা আজ সাংগঠনিকভাবে পূর্বের চেয়ে আরো বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ। এই ধারা অব্যাহত থাকলে জঙ্গিবাদী ও নবী-ওলী বিদ্বেষীদের পরাভূত করা সম্ভব হবে। নারায়ে রেসালাতের স্লোগানকে ফালতু স্লোগান হিসেবে আখ্যা দিয়েছে এক মূর্খ বক্তা। সুন্নি মুসলমানরা জেগে না উঠলে বাতিলদের এধরনের ঔদ্ধত্য বাধাহীনভাবে চলতেই থাকবে। তিনি সুন্নি উলামা ছাত্র জনতাকে এদেশে সামাজিক ও রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়ে সুন্নিয়তের প্রভাব বলয় গড়ে তোলার তাগিদ দেন। তিনি যুব সমাজের চরিত্র বিধ্বংসী ইয়াবাসহ মাদকপণ্যের প্রসারতা রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান।

আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, সুন্নিয়তই মানবমুক্তির অবিকল্প আদর্শিক প্লাটফরম। সুন্নিপন্থিদের অনৈক্য ও সংগঠনবিমুখতার সুযোগ নিচ্ছে বাতিল গোষ্ঠীগুলো। আজ নগ্ন আকাশ সংস্কৃতি ও মাদক যুব তরুণদের বিপথগামী করছে। তা দেখার যেন কেউ নেই। ইসলামের নামে মাথাচাড়া দিয়ে ওঠা যাবতীয় বিকৃত মতবাদ, জঙ্গিবাদ, মাদক ও সাইবার ক্রাইম এসবকে থামাতে জাতীয় পদক্ষেপ নেয়ার সময় এসে গেছে।

সভাপতির বক্তব্যে আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আতই একমাত্র নাজাতপ্রাপ্ত দল। তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তর দলই পথভ্রষ্ট ও জাহান্নামি। আহলে সুন্নাতের পথে মতে যারা প্রতিষ্ঠিত থাকবে তাদের জন্য রয়েছে জাগতিক কল্যাণ ও পরকালীন মুক্তির সুসংবাদ। আল্লামা নঈমী সুন্নি উলামা ও ছাত্র জনতাকে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের প্লাটফরমে আসার আহবান জানান। সম্মেলনে জাতীয়, আন্তর্জাতিক, মুসলিম বিশ্বসহ বর্তমান সময়ে করণীয় নিয়ে ২০ দফা লালদীঘি ঘোষণার প্রস্তাব পাঠ করা হয়।

মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় সুন্নি সম্মেলনে আলোচক ও অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম.এ মান্নান, আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক মাওলানা এম.এ মতিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, ওএসি এর সভাপতি আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, ওএসি সাধারণ সম্পাদক আল্লামা কাযী, মুঈন উদ্দিন আশরাফী, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হারুনুর রশিদ, গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী, আহলে সুন্নাত ওয়াল

জমা’আতের মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, পীরে তরিক্বত আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ, অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, পীরজাদা আল্লামা মাজহারুল ইসলাম নিজামী, আল্লামা রফিকুল ইসলাম পাটোয়ারী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, অধ্যক্ষ আল্লামা তৈয়্যব আলী, পীরে তরিক্বত আল্লামা কাজী শাহেদুর রহমান হাশেমী, অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, উপাধ্যক্ষ আল্লামা আব্দুল ওয়াদুদ, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাহজাদ ইবনে দিদার, অধ্যক্ষ আল্লামা খলিলুর রহমান নেজামী, আল্লামা আনোয়ার হোসাইন, আল্লামা হাফেজ রুহুল আমিন, অধ্যক্ষ আল্লামা মুখতার আহমদ, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, আল্লামা হাফেজ আনিসুজ্জমান, অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমিরি, উপাধ্যক্ষ আল্লামা তৈয়্যব খান, অধ্যক্ষ আবু তালেব বেলাল, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ইসমাইল নোমানী, আল্লামা মুহাম্মদ হাসান আযহারী,

অধ্যক্ষ আল্লামা জামেউল আখতার আশরাফী, মাওলানা নুরুল আবছার আলকাদেরী, মাওলানা বশির উল্লাহ সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, অধ্যক্ষ আল্লামা সৈয়দ খুরশিদ আলম, হাবিবুর রহমান সরদার, উপাধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল আমিন, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রিজভী, মাওলানা আবদুন নবী আলকাদেরী, শাহজাদা সৈয়দ তাহসিন আহমদ, মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, পীরে তরিক্বত মাওলানা শামুনুর রশিদ আমিরি, মুহাম্মদ ছাদেক হোসেন পাপ্পু, অধ্যক্ষ আল্লামা আজিজুল হক কুতুবী, অধ্যাপক আবুল মনছুর দৌলতী, আল্লামা সৈয়দ ইউনুছ রিজভী, অধ্যক্ষ নুরুল ইসলাম জেহাদী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আলকাদেরী,

মাওলানা মীর হাসানুল করিম মুনিরী, মাওলানা মাহবুবু রহমান, আবু নাছের মুহাম্মদ তৈয়্যব আলী, উপাধ্যক্ষ মাওলানা মারেফাতুন নুর, মাওলানা আহমদুল্লাহ ফোরকান খান কাদেরী, মুহাম্মদ এনামুল হক সিদ্দিকী, মুহাম্মদ এরশাদ খতিবী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, উপাধ্যক্ষ মাওলানা কাযী কামরুল আহসান, অধ্যাপক কাজী মাওলানা ইউনুছ, ইমরান হাসান কাদেরী, মাওলানা নঈমুল হক কাদেরী, মাওলানা মুখতার আহমদ রিজভী, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, মাওলানা সেকান্দর হোসাইন আলকাদেরী প্রমুখ।

সালাত-সালাম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত করা হয়। যোহর-আসর-মাগরিব ও এশার নামাজ জামাত সহকারে আদায় করা হয় সুন্নি সম্মেলনে। শেষে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর নব-নির্বাচিত চেয়ারম্যান শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (ম:জি:আ)’কে ওএসির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

0Shares
Same Categories More Post
  • উত্তপ্ত হীল ট্রেক্টস, সন্ত্রাসীর গুলিতে জেএসএসের কালেক্টর বসন্ত তনচংগ্যা নিহত

    • ২ বছর আগের
    • ১৪৮ বার পড়া হয়েছে

    কাপ্তাই উপজেলার রাইখালীর কারিগরপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে জেএসএসের কালেক্টর বসন্ত তনচংগ্যা প্রকাশ দুর্জয় (৩৫) নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। নিহত বসন্ত তনচংগ্যা রাইখালীর ভালুকিয়াআরও পড়ুন...

  • বড়লেখায় শায়েখ মাওলানা হাবিবুর রহমান এর সাথে মতবিনিময়

    • ২ বছর আগের
    • ১৪৩ বার পড়া হয়েছে

    মৌলভীবাজারের বড়লেখার কাঠালতলীর কৃতি সন্তান কাতারস্থ আওক্বাফের বিশিষ্ট শায়েখ মাওলানা হাবিবুর রহমান এঁর বিশেষ দাওয়াতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

  • ফ্রান্সে মুহাম্মদ (সা.)কে অবমাননার প্রতিবাদে শেওলায় মানবন্ধন

    • ২ বছর আগের
    • ২১৬ বার পড়া হয়েছে

    ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা এবং দেশব্যাপী অব্যাহত গুম, খুন, ধর্ষণ, পুলিশী নির্যাতন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীনতার প্রতিবাদে একআরও পড়ুন...

  • চট্টগ্রাম আনোয়ারায় চোলাই মদসহ আটক ৩

    • ২ বছর আগের
    • ১৫৩ বার পড়া হয়েছে

    আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি

    চট্টগ্রামের আনোয়ারায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের যোগেশ বাবু ঘাটা সংলগ্ন মুন্সি মিয়ার পুকুর পাড় থেকে ৭০ লিটার চোলাই মদসহআরও পড়ুন...

  • কক্সবাজার অক্সিজেন ব্যাংকে এক লক্ষ টাকা অনুদান দিলেন এমপি সাইমুম সরওয়ার কমল

    • ১২ মাস আগের
    • ২৪৫ বার পড়া হয়েছে

    কক্সবাজার অক্সিজেন ব্যাংকের চেয়ারম্যান জনাব ইসতিয়াক আহমেদ জয়ের হাতে নগদ এক লক্ষ টাকা অনুদান দিলেন কক্সবাজার-৩ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলআরও পড়ুন...

  • মহনবী সাঃ এ-র অবমাননার প্রতিবাদে বড়লেখায় মুসলিম তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    • ২ বছর আগের
    • ২৫৭ বার পড়া হয়েছে

    ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ এ-র অবমাননাকর চিত্র প্রদর্শনীর প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় সর্ব স্তরের মুসলিম তৌহিদী জনতার উদ্যোগে আজ ৩০ অক্টোবর বাদ জুমাআরও পড়ুন...

  • হাছনদন্ডীতে আলোর দিশারীর বৃক্ষরোপণ, বিতরণ ও পরিচর্যা কর্মসূচি পালন

    • ২ বছর আগের
    • ২৩৪ বার পড়া হয়েছে

    বিশেষ প্রতিনিধিঃ

    দক্ষিণ চট্টগ্রামের সাড়া জাগানো অন্যতম সংগঠন চন্দনাইশ ছাত্র সমিতির সহায়তায় "এসো গড়ি, সবুজ হাছনদন্ডী" এই স্লোগানে আলোর দিশারীআরও পড়ুন...

  • রাঙ্গুনিয়া ব্রাইট ষ্টার ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

    • ২ বছর আগের
    • ৩৩৮ বার পড়া হয়েছে

    মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধর্মীয় ও সামাজিক সংগঠন ব্রাইট ষ্টার ক্লাবের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণআরও পড়ুন...

  • চলাচলের রাস্তার উপর টয়লেট নির্মাণ কাজ না করতে বলায় বিজয় টিভি সাংবাদিকের উপর হামলা

    • ১ বছর আগের
    • ১৪৫ বার পড়া হয়েছে

    চট্টগ্রামের দক্ষিণ জেলা বিজয় টিভির প্রতিনিধি দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক
    চন্দনাইশ,লোহাগাড়া প্র‍েসক্লাবের সদস‍্য মোহাম্মদ নাসিরের উপর হামলা করেছে সন্ত্রাসীরা।আরও পড়ুন...

  • হযরত শাহ্ছুফি আব্দুল মালেক মিয়া(রহঃ)এর বার্ষিক ওরছ অনুষ্ঠিত

    • ২ বছর আগের
    • ৬০৯ বার পড়া হয়েছে

    আনোয়ারা প্রতিনিধিঃ-

    চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নে অলিকুলের শিরমণি বেলায়তের সম্রাটআরও পড়ুন...

top news
  • Weekly
  • Monthly
  • Yearly
  • সাংসদ ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর মাজার জেয়ারতে যাচ্ছেন রাউজানবাসী

    • ১ দিন আগের
    • ১০৯ বার পড়া হয়েছে
  • নব নির্বাচিত চেয়ারম্যান আজিজুল হক বাবুলকে ফুলেল শুভেচ্ছা

    • ৬ দিন আগের
    • ২১ বার পড়া হয়েছে
  • আগামীকাল দেশে আসছে প্রবাসী শুক্কুর’র লাশ

    • ৪ দিন আগের
    • ২০ বার পড়া হয়েছে
  • মাধবপুরে কৃষ্ণপুরের ব্রিজটি না হওয়াতে বিকল্প কাঠের সেতু তৈরী করে যানচলাচলে উপযোগী করছেন এলাকাবাসী

    • ২ দিন আগের
    • ১৬ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় বঙ্গোপসাগরে নৌ-পুলিশের অভিযানে নিষিদ্ধ জালসহ ৭ জেলে গ্রেপ্তার

    • ৬ দিন আগের
    • ১২ বার পড়া হয়েছে
  • সলঙ্গার হাটিকুমরুলে ভূমির নায্য মুল্যের দাবীতে আলোচনা সভা

    • ২ দিন আগের
    • ১১ বার পড়া হয়েছে
  • ঘরে তৈরি কেক বিক্রি করে লক্ষ টাকা আয় সাথীর

    • ২ দিন আগের
    • ১০ বার পড়া হয়েছে
  • কাপ্তাইয়ে এমপির ঐচ্ছিক তহবিল হতে ২০ জনকে অনুদান প্রদান

    • ৫ দিন আগের
    • ৮ বার পড়া হয়েছে
  • উদ্বোধন হলো পদ্মা সেতু! নতুন উচ্চতায় দেশ

    • ৭ দিন আগের
    • ৭ বার পড়া হয়েছে
  • উদ্বোধন হলো পদ্মা সেতু! অভিনন্দন জানালো বিশ্ব ব্যাংক

    • ৭ দিন আগের
    • ৭ বার পড়া হয়েছে
  • কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

    • ৫ দিন আগের
    • ৭ বার পড়া হয়েছে
  • স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশন” র নতুন কমিটি গঠন

    • ২১ ঘন্টা আগের
    • ৬ বার পড়া হয়েছে
  • জুডো ফেডারেশনের সহকারী কোচ হলেন জবি শিক্ষার্থী আকিব

    • ৬ দিন আগের
    • ৬ বার পড়া হয়েছে
  • বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ!

    • ৩ দিন আগের
    • ৬ বার পড়া হয়েছে
  • কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাজস্থলীতে ওয়িয়েন্টেশন কর্মশালা

    • ৩ দিন আগের
    • ৫ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় উপ-নির্বাচনকে ঘিরে বইছে উৎসবের আমেজ

    • ৪ সপ্তাহ আগের
    • ২৭২ বার পড়া হয়েছে
  • পরৈকোড়া ইউপি উপনির্বাচনে প্রকাশ্যে নৌকায় ভোট দিলেন বারখাইনের ইউপি সদস্য

    • ২ সপ্তাহ আগের
    • ১৩২ বার পড়া হয়েছে
  • চট্টগ্রাম নগর আওয়ামী রাজনীতিতে রাজাকার কন্যার অনুপ্রবেশ; তৃণমূলে ক্ষোভ!

    • ৩ সপ্তাহ আগের
    • ১২৯ বার পড়া হয়েছে
  • সাংসদ ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর মাজার জেয়ারতে যাচ্ছেন রাউজানবাসী

    • ১ দিন আগের
    • ১০৯ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় উপনির্বাচনে আওয়ামীলীগের ২বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

    • ৪ সপ্তাহ আগের
    • ৫৪ বার পড়া হয়েছে
  • হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ)বার্ষিক ওরছ আজ, অপরূপ সাজে সজ্জিত

    • ২ সপ্তাহ আগের
    • ৪৩ বার পড়া হয়েছে
  • পরৈকোড়া উপনির্বাচনে সুষ্ঠ নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

    • ৩ সপ্তাহ আগের
    • ৪১ বার পড়া হয়েছে
  • আল-গিফারী (রাঃ) আদর্শ দাখিল মাদ্রারাসার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

    • ৩ সপ্তাহ আগের
    • ৪১ বার পড়া হয়েছে
  • রাঙ্গুনিয়ায় ঋণে টাকায় কাঁকরোল ক্ষেত,রাতের আঁধারে কেটে সাবাড় করলো দুর্বৃত্তরা

    • ৪ সপ্তাহ আগের
    • ৩৭ বার পড়া হয়েছে
  • আনোয়ারা পরৈকোড়া উপনির্বাচনে নৌকা প্রার্থীর জয়

    • ২ সপ্তাহ আগের
    • ৩৬ বার পড়া হয়েছে
  • রাঙ্গুনিয়ায় শিশু বলাৎকার, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে কারাগারে প্রেরণ

    • ৪ সপ্তাহ আগের
    • ৩৪ বার পড়া হয়েছে
  • রাঙ্গুনিয়ায় মুজিবিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    • ৪ সপ্তাহ আগের
    • ৩৩ বার পড়া হয়েছে
  • পুরুষের মর্নিং ইরেকশন উন্নত যৌন জীবন, স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকিমুক্তি নির্দেশক – বলছে গবেষণা

    • ২ সপ্তাহ আগের
    • ৩১ বার পড়া হয়েছে
  • সীতাকুণ্ড ট্রাজেডি ; নিহতের সংখ্যা বেড়ে ৩৩

    • ৪ সপ্তাহ আগের
    • ৩০ বার পড়া হয়েছে
  • সীতাকুণ্ডে বিস্ফোরণে আহতদের পাশে শাহজাদা নাঈম উদ্দীন রজায়ী

    • ৪ সপ্তাহ আগের
    • ২৯ বার পড়া হয়েছে
  • চঞ্চল চৌধুরীর জাপান ডাক্তার চরিত্রে অভিনয় করে সবার মুখে মুখে এখন সাইমুম সাজিদ

    • ১২ মাস আগের
    • ২২৬২ বার পড়া হয়েছে
  • ইউটিউবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে জনপ্রিয় লাভবার্ড কাপল

    • ১২ মাস আগের
    • ১৭৪৬ বার পড়া হয়েছে
  • ফটোগ্রাফার থেকে অভিনয়ে আসিফ আহমেদ আসিফ

    • ১০ মাস আগের
    • ১০৯১ বার পড়া হয়েছে
  • রামুতে ভাড়াটিয়ার হামলায় মার্কেট মালিক আহত

    • ১০ মাস আগের
    • ৯৭৯ বার পড়া হয়েছে
  • টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে ৩ যুবকের মৃত্যু

    • ১১ মাস আগের
    • ৮৮৮ বার পড়া হয়েছে
  • ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ নেতার উপহার সামগ্রী বিতরণ

    • ১১ মাস আগের
    • ৭০৬ বার পড়া হয়েছে
  • স্ত্রীকে ডিভোর্স দিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা

    • ১০ মাস আগের
    • ৭০৩ বার পড়া হয়েছে
  • নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন অপু ও টুম্পা

    • ৯ মাস আগের
    • ৬০৮ বার পড়া হয়েছে
  • চট্টগ্রামে ড্রেনে নিখোঁজ ব্যক্তির পরিবারকে সম্পূর্ণ ফ্রি আইনি সহায়তা দেয়ার ঘোষণা দিলেন এড.নজরুল চৌধুরী।

    • ১০ মাস আগের
    • ৫৪৭ বার পড়া হয়েছে
  • কচ্ছপিয়া তিতারপাড়া আন-নুর তরুন সংঘের কমিটি অনুমোদন

    • ১১ মাস আগের
    • ৫২০ বার পড়া হয়েছে
  • সাবেক রাষ্ট্রদুত ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১১তম মৃত্যু বার্ষিকী ২৭ আগষ্ট

    • ১০ মাস আগের
    • ৪৯৪ বার পড়া হয়েছে
  • জবির আইএমএলের পরিচালক মোন্তাসির হাসানের বাবার পরলোকগমন

    • ১২ মাস আগের
    • ৪৭৭ বার পড়া হয়েছে
  • ভবিষ্যতে একজন ভালো অভিনেতা হতে চাই অর্নব জামান

    • ১১ মাস আগের
    • ৪৭৭ বার পড়া হয়েছে
  • নতুন চমক নিয়ে আসছেন এ জে আকাশ চৌধুরী,প্রিয়া ও রকি

    • ৯ মাস আগের
    • ৪৪৫ বার পড়া হয়েছে
  • রামুর কচ্ছপিয়ায় দরিদ্র বয়োবৃদ্ধ নুরুজ্জামানের রেকর্ডীয় জমি জবরদখলে মরিয়া আবুল ফজল

    • ১১ মাস আগের
    • ৪২৫ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ০২ জুলাই ২০২২ -|- ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ-বর্ষাকাল -|- ৩রা জিলহজ, ১৪৪৩ হিজরি

লালদীঘি মাঠে আহলে সুন্নাত সম্মেলন সংস্থা বাংলাদেশ (ওএসি)’র ৩ দিন ব্যাপী সুন্নি সম্মেলন অনুষ্ঠিত

কাজী জাহেদুল হক | নিজস্ব সংবাদদাতা -

ইসলামের নামে বিকৃত মতাদর্শ প্রচার রোধ ও যুব সমাজের অবক্ষয়গামিতা প্রতিরোধে জাতীয় পদক্ষেপ গ্রহণের আহবান। গত ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি আহলে সুন্নাত সম্মেলন সংস্থা বাংলাদেশ (ওএসি)’র আয়োজনে চট্টগ্রাম নগরীর লালদিঘী মাঠে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সুন্নী সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

ইরাক, ফিলিস্তিন, সিরিয়া ও কাশ্মিরসহ বিভিন্ন দেশে চলমান সংঘাত-সহিংসতা প্রতিরোধে মুসলিম দেশগুলোকে পদক্ষেপ নেয়ার, মিয়নামারের রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে ওআইসির পক্ষে দায়েরকৃত মামলাকে সমর্থন জানিয়ে গাম্বিয়ার পাশে দাঁড়াতে সকল দেশকে এগিয়ে আসার, ইসলাম তথা সুন্নিয়ত পরিপন্থী ঈমান আক্বিদা বিরোধী যাবতীয় অপতৎপরতা রোধে বৃহত্তর সুন্নি ঐক্যের মজবুত বলয় গড়ে তোলা এবং নগ্ন আকাশ সংস্কৃতি ও মাদকপণ্যের অস্বাভাবিক বিস্তারের ফলে যুব-তরুণদের অবক্ষয়গামিতা রোধে জাতীয় সমন্বিত উদ্যোগ নেয়ার ডাক দিয়ে চট্টগ্রাম লালদীঘি ময়দানে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলন শেষ হয়েছে।

আহলে সুন্নাত সম্মেলন সংস্থা (ওএসি) বাংলাদেশ এর আয়োজনে সুন্নি সম্মেলনের শেষ দিনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী।

সুন্নি সম্মেলনের শেষ দিনে হাজারো সুন্নি ওলামা ছাত্র জনতার ঢল নামে। বিভিন্ন পরিবহনে চট্টগ্রামসহ দূর দূরান্ত থেকে আসা মানুষের অংশগ্রহণে লালদীঘি মাঠ ছাড়িয়ে আশপাশ এলাকাও জনারণ্য হয়ে ওঠে।

ইসলামের নামে গর্জে ওঠা জঙ্গিবাদসহ নানা বিকৃত মতবাদ পোষণকারীদের আদর্শিকভাবে মোকাবেলা করার শপথ নেন অগণিত সুন্নি জনতা। সম্মেলনে বিদেশি আলোচক ছিলেন আন্তর্জাতিক বক্তা আল্লামা মুহাম্মদ হোসাইন সিদ্দিকী আবুল হক্কানি (ভারত), আল্লামা হাফেজ এহসান ইকবাল কাদেরী (শ্রীলংকা)। আল্লামা আবুল হক্কানি বলেন, তাওহিদ রেসালত ও বেলায়তই হচ্ছে ইসলামের মূল নির্যাস।

প্রিয় নবীর (দ.) প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন, আউলিয়ায়ে কেরামের পদাংক অনুসরণ এবং মজবুত ঈমান আক্বিদাই হচ্ছে একজন মুসলিমের ঈমানদারিতার পূর্বশর্ত। আল্লাহ পাককে সবাই মানেন ও স্বীকার করেন। কিন্তু শানে রেসালত ও বেলায়তই হচ্ছে ঈমানের ভূষণ। তা না মানলে ঈমানদার হওয়া যাবে না।

আল্লামা এহসান ইকবাল কাদেরী বলেন, মুসলিম বিশ্বে কোথাও আজ শান্তি নেই। অনৈক্য ও ভ্রাতৃঘাতী সংঘাতের ফলে মুসলিম বিশ্বে আজ অশান্তি অস্থিরতা জিইয়ে রয়েছে। কুরআন-সুন্নাহর নির্দেশনা মেনে সামগ্রিক জীবন পরিচালনা করলে মুসলমানরা হারানো গৌরব ও মর্যাদা ফিরে পেতে পারে। আলস্য, কলহ ও জীর্ণতা ছেড়ে মুসলমানদেরকে ঈমান-আক্বিদার শক্তিতে জেগে উঠতে হবে।

বিশেষ অতিথি মাওলানা এম.এ মতিন বলেন, সুন্নি মুসলমানরা আজ সাংগঠনিকভাবে পূর্বের চেয়ে আরো বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ। এই ধারা অব্যাহত থাকলে জঙ্গিবাদী ও নবী-ওলী বিদ্বেষীদের পরাভূত করা সম্ভব হবে। নারায়ে রেসালাতের স্লোগানকে ফালতু স্লোগান হিসেবে আখ্যা দিয়েছে এক মূর্খ বক্তা। সুন্নি মুসলমানরা জেগে না উঠলে বাতিলদের এধরনের ঔদ্ধত্য বাধাহীনভাবে চলতেই থাকবে। তিনি সুন্নি উলামা ছাত্র জনতাকে এদেশে সামাজিক ও রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়ে সুন্নিয়তের প্রভাব বলয় গড়ে তোলার তাগিদ দেন। তিনি যুব সমাজের চরিত্র বিধ্বংসী ইয়াবাসহ মাদকপণ্যের প্রসারতা রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান।

আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, সুন্নিয়তই মানবমুক্তির অবিকল্প আদর্শিক প্লাটফরম। সুন্নিপন্থিদের অনৈক্য ও সংগঠনবিমুখতার সুযোগ নিচ্ছে বাতিল গোষ্ঠীগুলো। আজ নগ্ন আকাশ সংস্কৃতি ও মাদক যুব তরুণদের বিপথগামী করছে। তা দেখার যেন কেউ নেই। ইসলামের নামে মাথাচাড়া দিয়ে ওঠা যাবতীয় বিকৃত মতবাদ, জঙ্গিবাদ, মাদক ও সাইবার ক্রাইম এসবকে থামাতে জাতীয় পদক্ষেপ নেয়ার সময় এসে গেছে।

সভাপতির বক্তব্যে আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আতই একমাত্র নাজাতপ্রাপ্ত দল। তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তর দলই পথভ্রষ্ট ও জাহান্নামি। আহলে সুন্নাতের পথে মতে যারা প্রতিষ্ঠিত থাকবে তাদের জন্য রয়েছে জাগতিক কল্যাণ ও পরকালীন মুক্তির সুসংবাদ। আল্লামা নঈমী সুন্নি উলামা ও ছাত্র জনতাকে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের প্লাটফরমে আসার আহবান জানান। সম্মেলনে জাতীয়, আন্তর্জাতিক, মুসলিম বিশ্বসহ বর্তমান সময়ে করণীয় নিয়ে ২০ দফা লালদীঘি ঘোষণার প্রস্তাব পাঠ করা হয়।

মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় সুন্নি সম্মেলনে আলোচক ও অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম.এ মান্নান, আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক মাওলানা এম.এ মতিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, ওএসি এর সভাপতি আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, ওএসি সাধারণ সম্পাদক আল্লামা কাযী, মুঈন উদ্দিন আশরাফী, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হারুনুর রশিদ, গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী, আহলে সুন্নাত ওয়াল

জমা’আতের মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, পীরে তরিক্বত আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ, অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, পীরজাদা আল্লামা মাজহারুল ইসলাম নিজামী, আল্লামা রফিকুল ইসলাম পাটোয়ারী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, অধ্যক্ষ আল্লামা তৈয়্যব আলী, পীরে তরিক্বত আল্লামা কাজী শাহেদুর রহমান হাশেমী, অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, উপাধ্যক্ষ আল্লামা আব্দুল ওয়াদুদ, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাহজাদ ইবনে দিদার, অধ্যক্ষ আল্লামা খলিলুর রহমান নেজামী, আল্লামা আনোয়ার হোসাইন, আল্লামা হাফেজ রুহুল আমিন, অধ্যক্ষ আল্লামা মুখতার আহমদ, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, আল্লামা হাফেজ আনিসুজ্জমান, অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমিরি, উপাধ্যক্ষ আল্লামা তৈয়্যব খান, অধ্যক্ষ আবু তালেব বেলাল, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ইসমাইল নোমানী, আল্লামা মুহাম্মদ হাসান আযহারী,

অধ্যক্ষ আল্লামা জামেউল আখতার আশরাফী, মাওলানা নুরুল আবছার আলকাদেরী, মাওলানা বশির উল্লাহ সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, অধ্যক্ষ আল্লামা সৈয়দ খুরশিদ আলম, হাবিবুর রহমান সরদার, উপাধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল আমিন, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রিজভী, মাওলানা আবদুন নবী আলকাদেরী, শাহজাদা সৈয়দ তাহসিন আহমদ, মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, পীরে তরিক্বত মাওলানা শামুনুর রশিদ আমিরি, মুহাম্মদ ছাদেক হোসেন পাপ্পু, অধ্যক্ষ আল্লামা আজিজুল হক কুতুবী, অধ্যাপক আবুল মনছুর দৌলতী, আল্লামা সৈয়দ ইউনুছ রিজভী, অধ্যক্ষ নুরুল ইসলাম জেহাদী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আলকাদেরী,

মাওলানা মীর হাসানুল করিম মুনিরী, মাওলানা মাহবুবু রহমান, আবু নাছের মুহাম্মদ তৈয়্যব আলী, উপাধ্যক্ষ মাওলানা মারেফাতুন নুর, মাওলানা আহমদুল্লাহ ফোরকান খান কাদেরী, মুহাম্মদ এনামুল হক সিদ্দিকী, মুহাম্মদ এরশাদ খতিবী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, উপাধ্যক্ষ মাওলানা কাযী কামরুল আহসান, অধ্যাপক কাজী মাওলানা ইউনুছ, ইমরান হাসান কাদেরী, মাওলানা নঈমুল হক কাদেরী, মাওলানা মুখতার আহমদ রিজভী, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, মাওলানা সেকান্দর হোসাইন আলকাদেরী প্রমুখ।

সালাত-সালাম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত করা হয়। যোহর-আসর-মাগরিব ও এশার নামাজ জামাত সহকারে আদায় করা হয় সুন্নি সম্মেলনে। শেষে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর নব-নির্বাচিত চেয়ারম্যান শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (ম:জি:আ)’কে ওএসির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

0Shares

Contact Us

Email – sadinbangla71tv@gmail.com

© ২০১৯ সর্বস্বত্ব ® সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Faq
  • Terms and Condition
  • Sitemap