
জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ী বোর্ডঘর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় জাকির হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা জাহিদুল ইসলাম নামে এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাকির হোসেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদের ছেলে। আর আহত জাহিদুল ইসলাম ক্ষেতলাল পৌরসভার তিলাবদুল মধ্যপাড়ার বাসিন্দা।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে একটি মোটরসাইকেলে করে বন্ধু জাহিদুলকে সঙ্গে নিয়ে নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী যাচ্ছিলেন জাকির হোসেন। পথিমধ্যে কুঠিবাড়ী ব্রিজের পশ্চিমে বোর্ড ঘর নামক এলাকায় একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় জাকির হোসেন ও তার বন্ধু জাহিদুল ইসলাম।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা খারাপ দেখে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন মারা যান।