চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় গাউছিয়া তৈয়্যবিয়া নঈমীয়া মডেল হেফজখানার শুভ উদ্বোধন করা হয়।
শনিবার(২৬ই সেপ্টেম্বর)বিকেলে উপজেলার কালাবিবি দিঘীর টি.টি.এ ভবনে গাউছিয়া তৈয়্যবিয়া নঈমীয়া মডেল হেফজখানার শুভ উদ্বোধন করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ অছিয়র রহমান আল কাদেরী।
হেফজখানা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এইসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডি আই জাহাঙ্গীর আলম।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড: হামেদ রেযা নঈমী, মুক্তার আহমদ রেজভী, আহমদ নুর আল কাদেরী,মাওলানা মুজিবুর রহমান,শায়ের এনামুল হক এনাম,উক্ত মাদ্রাসার সহপরিচালক শওকত রেযা,ইলিয়াস, ছাত্রসেনা আনোয়ার উপজেলা পূর্ব পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ সহ প্রমুখ।
এইসময় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ অছিয়র রহমান আল কাদেরী বলেন ইসলাম রক্ষার্থে ও ইসলামের সুশিক্ষা নিশ্চিত করতে এই রকম মাদরাসা এই সময়ে খুবই প্রয়োজন তিনি মাদ্রাসার সর্ফলতা কামনা করে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়ের মাওলানা আলী জিন্নাহকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথি বক্তব্যে বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন ইসলাম শান্তির ধর্ম এইসব মাদরাসা থেকে আমাদের শিশুরা আগামীতে ইসলামের খেদমতে নিয়োজিত থাকবেন ইনশাআল্লাহ।
হেফজখানার প্রতিষ্ঠাতা পরিচালক শায়ের মাওলানা আলী জিন্নাহ বলেন মিল্লাত মাজহাবের খেদমত করার জন্য, এবং হাফেজে কুরান গড়ে তুলার লক্ষ্যে এই মাদরাসা প্রতিষ্ঠা আমার এক মাত্র লক্ষ্য