
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, এমপি’র ৭৪তম জন্মদিন উদযাপিত হয়েছে।
গতকাল ২৮ সেপ্টেম্বর, (২০২০) সকালে প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষ্যে ৭৪টি গাছ রোপণ, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্হিত ছিলেন- চুয়েট বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম.কে. জিয়াউল হায়দার, ছাত্রকল্যাণ উপ-পরিচালক ও মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের কারী অধ্যাপক হুমায়ুন কবির, মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা, সহকারী পরিচালক নিরাপত্তা, মোহাম্মদ আনিসুজ্জামান খান, চুয়েট ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকের, দপ্তর সম্পাদক ইফফাত হক নিশান, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মুস্তাকিম মুকিত, বিজ্ঞান সম্পাদক সাগরময় আচার্য্য, সাহিত্য সম্পাদক আবরার আহম্মেদ, উপ-সম্পাদক নাজমুল ইসলাম প্রান্ত সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য অনলাইনে যুক্ত ছিলেন। এর আগে সকালে পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর পরপর স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।