
পাভেল মিয়া, বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮:১৫ মিনিটে ঢাকায় ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
পারিবারিক সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার সকালে তিনি তার ঢাকার ধানমন্ডিস্থ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয় । তিন দিন লাইফ সার্পেটে রাখা হয় । কর্তব্যরত চিকিৎসক ১৮ জানুয়ারী শনিবার সকাল ৮টায় তাকে মৃত ঘোষণা করেন । আব্দুল মান্নান এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে , আত্নীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
বর্তমানে তার লাশ ঢাকা বারডেম হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে । সোমবার সকাল ৮ টায় মরহুমের প্রথম নামাজে জানাজা কৃষিবিদ ইন্সটিটিউট (কেআইবি) প্রাঙ্গনে, দ্বিতীয় জানাজা সকাল ১০ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে । এরপর তার লাশ হেলিকপ্টার যোগে তার নির্বাচনী এলাকা সোনাতলা আনা হবে এবং দুপুর ১:৩০ টায় সোনাতলা রাসেল মিনি স্টেডিয়ামে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে । পরে সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠে বিকাল ৪টায় চতুর্থ নামাজে জানাজা শেষে তার লাশ নিজগ্রাম হিন্দুকান্দি কবরস্থানে দাফন করা হবে ।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সারিয়াকান্দি প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন গভীর সমবেদনা জানিয়েছেন।