
সিলেটের লাক্কাতুরা চা বাগানে অভিযান চালিয়ে পেশাদার এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় জব্দ করা হয় দেশীয় তৈরী ১২৪ লিটার চোলাই বাংলা মদ।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত আসামীকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে। এ তথ্য জানান র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওবাইন।
ধৃত মাদক কারবারি মো. বাবুল (৩৮) নগরীর আম্বরখানা এলাকার মৃত আলা উদ্দিনের ছেলে।
সুত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-১ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে লাক্কাতুরা ন্যাশনাল টি এস্টিট এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. বাবুলকে আটক করে র্যাব। এসময় তার হেফাজতে থাকা ১২৪ লিটার চোলাই বাংলা মদ জব্দ করা হয়।