
জয়পুরহাট পৌর শহরের সবুজ নগরে গোসলের ভিডিও দেখিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে শহরের আমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহেল রানা পৌর এলাকার পাঁচুরচক সোনারপাড়া মহল্লার আবেদ আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান।
তিনি জানান, ওই গৃহবধূ নিজ বাড়িতে বাথরুমে গোসল করছিলেন। ওই সময় বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে মোবাইলে সেই দৃশ্য ধারণ করে সোহেল রানা। এরপর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেয়। ওই গৃহবধূর স্বামী বিষয়টি জানতে পেরে সোহেল রানার বিরুদ্ধে মামলা করেন।