
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিককে বরখাস্তের আদেশের উপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে সরকারের করা আপিল ১২/১০/২০২০ ইং সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে গত ২২/৮/২০১৯ ইং স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্হানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত একটি আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করেন। উক্ত আদেশের বিরুদ্ধে ১ টি রিট ৯৩৮৩/২০১৯ করা হয়।
বিচারপতি তরিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওর্দী মেয়রকে সরকারের করা সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। উক্ত স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার লিভ টু আপিল করেন। আপিল বিভাগের চীফ বিচারপতি ইমাম আলীর নেতৃত্বে, দ্বৈত বেন্স বিচারপতি মির্জা হোসাইন হায়দার, বিচারপতি আবু বকর ছিদ্দিক শুনানী করেন।
শুনানী শেষে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লিভ টু পিটিশন ২৯৯০/২০১৯, আপিলটি( ডিসমিস) খারিজ করে দেন। মেয়র মোতাহের হোসেন মানিকের পক্ষে এ মামলাটি পরিচালনা করেন ব্যারিষ্টার এ, এম,মাহবুব উদ্দীন খোকন।
মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া এ রায়ে সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিক স্বপদে বহাল থাকতে আর কোন বাঁধা রইলো না।