
“দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” স্লোগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মৌলানা মোঃ সোলাইমান ফারুকী, মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা।
উপজেলা সহকারী প্রোগ্রামার খালেদ মোশারাফ এর
সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।