
প্রতিবেদক,হোসাইন উদ্দিনঃ আজ ১৯ অক্টোবর, ২০২০ ‘রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়’ এ তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এর রোগমুক্তি কামনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু সায়েমসহ অন্যান্য সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের অফিস সহকারী মোহা. লোকমান হোসেন।
এসময় প্রিয় বাংলাদেশের মঙ্গল, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এর সুস্থতা কামনাসহ বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করা হয়। মোনাজাত শেষে প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।