শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ধারাবাহিক আয়োজন ২১ তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৯ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের রাউজান দক্ষিণ জোনের বৃত্তি প্রদান অনুষ্ঠান গত ১৭ অক্টোবর ২০২০ বিকেল ৩ টায় দক্ষিণ রাউজান কর্ণফুলী কনভেনশন সেন্টারে, লিয়াকত স্মৃতি সংসদ রাউজান দক্ষিণ জোনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক জনাব স.ম জাফর উল্লাহ্ এর সভাপতিত্বে এবং মুহাম্মদ ইসমাইল হোসাইনের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা, বিশিষ্ট কলামিষ্ট ও রাজনীতিবিদ এম সোলায়মান ফরিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, নৈতিক শিক্ষার অভাবে শিশুরা এখন পারিবারিকভাবেই পাশবিকতা ও বলাৎকারের শিকার হচ্ছে বেশি। যে শিশুরা বয়সে এখনো নারী বা পুরুষ হয়ে উঠেনি তারা যখন নিজ পরিবারেই নিরাপদ নয়, তাহলে বুঝতে হবে আমাদের সমাজ মারাত্মক অনৈতিকতার কবলে পড়েছে। সকলে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী ধর্ম চর্চার মাধ্যমেই কেবল এ ভয়াবহ ঝুঁকি থেকে শিশু, পরিবার, সমাজ ও জাতিকে বাঁচানো সম্ভব।
অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন; হাকিমিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ: সৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়বি। বিশেষ অথিতি ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত রাউজান দক্ষিণের সভাপতি: মাওলানা আজিজুর রহমান ও উরকিরচর মুহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার সিনিয়র শিক্ষক: মুহাম্মদ নুর নবী। প্রধান বক্তা ছিলেন, লিয়াকত স্মৃতি সংসদের উপ-সচিব: ইঞ্জিনিয়ার মুহাম্মদ গিয়াস উদ্দিন জাহেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদ আব্দুল হালিম স্মৃতি সংসদের আহ্বায়ক: মুহাম্মদ আবু ওসমান, বিশিষ্ট ব্যাংকার শাহজাহান সিরাজ, সাংবাদিক এস. এম ইউসুফ, সংবাদিক রামজান আলী, সেকান্দর সুমন, শিক্ষাবিদ আব্দুল গফুর, মাওলানা জিল্লু রশিদ ফারুকি, মাওলানা আলী আজম, বিশিষ্ট ব্যবসায়ি আবুল খায়ের, মুহাম্মদ মিসবাহ্, লিয়াকত স্মৃতি সংসদ রাউজান দক্ষিণ জোনের আহ্বায়ক: মুহাম্মদ মুরশেদ, সচিব মহিউদ্দিন, মুহাম্মদ শহীদ, মুহাম্মদ আরমান, মুহাম্মদ রায়হান, মুহাম্মদ আরিফুল ইসলাম, ফরহাদ, পারভেজ, আহসান হাবিব, হোসেন, হান্নান, ইবরাহিম, ইমতিয়াজ সহ প্রমুখ।