
সুনামগঞ্জের দোয়ারাবাজারে, নবীন উদয়ন কবি ইয়াকুব আল হাসান রচিত, প্রথম কাব্যগ্রন্থ ’স্বপ্ন ভাসে চোখে ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে । সোমবার (১৯ই অক্টোবর) দুপুর ৩টায় ‘দোয়ারা বাজার উপজেলা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’ -এর অফিসে এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
শামিম আহমদ কবির এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি ও সাহিত্যিক ডাঃ হারুনুর রশিদ, কিশোর কন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার, প্রধান উপদেষ্টা -আশরাফ উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা সাহিত্য ও সাংস্কৃতি সংসদ এর সদস্য সচিব মাওঃ জাহাঙ্গীর আলম, বাংলাবজার এর কৃতি সন্তান কবি ও সাহিত্যিক মাস্টার ইমাম হোসাইন, বাংলাবজার ইউনিয়নের বড়ইউড়ি বহুমুখী আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও, আঃ আজিজ ও শিক্ষক মাওঃ অহিদুল ইসলাম- প্রমুখ ও দোয়ারা বাজার উপজেলার সাহিত্য ও সংস্কৃতিক সংসদের বিভিন্ন সদস্য বৃন্দ।
প্রধান অতিথিরা বক্তব্যে ডাঃ হারুনুর রশিদ বলেন, ইয়াকুব আল হাসান একটি প্রেরণা,সাহিত্য মজনুদের আইকন,দেশ ও জাতির কর্ণধার। তার প্রথম কাব্যগ্রন্থ স্বপ্ন ভাসে চোখে,আশা করি প্রতিটি যুবকের রন্ধে রন্ধে স্থান পারে।তার লেখ কবিতা গুলো সত্যিই প্রশংসার দাবিদার। কারণ তিনি গ্রন্থটি রচনা করেছেন অত্যন্ত সহজ ও শ্রুতিমধুর ভাষায়। এটি যে কোন পাঠকের মনকে কাবু করে নিবে।
অনলাইনে যুক্ত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে, কবি ইয়াকুব আল হাসান বলেন, আমি নিয়মিত লিখতে চাই। সবার ভালোবাসা এবং নিরবিচ্ছিন্ন সহযোগিতা নিজের ভেতর লালিত স্বপ্ন ধারাবাহিক কবিতা লেখনিতে আমাকে অনুপ্রেরণা যোগাবে।