
আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপে আব্দুর সত্তারের বাড়িতে অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২১অক্টোবর ) সকাল সাড়ে নয়টার দিকে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র সহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় ।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের ৭নং ওয়ার্ডের আব্দুল সত্তারের বাড়ির আবদুর রহিম সও এর বসতবাড়ি থেকে বুধবার সকালে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সুমন ও পরে পাশের ঘরের ভ্যানচালক নুরুল ইসলামের বসতঘরেও আগুন ধরে যায়। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায় ও অপরটি আংশিক পুড়ে গেছে।