
জয়পুরহাটের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ২৮ জন মাদকসেবী ও ৭জন জুয়ারীকে আটক করেছে র্যাব। জয়পুরহাট র্যাব ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদের নেতৃত্বে গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যা থেকে রাতভর অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ওই মাদকসেবী ও জুয়ারীদের আটক করে।
জয়পুরহাট র্যাব ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কড়ইতলী মোড় এবং জয়পুরহাট সদর উপজেলার কালী মন্দির এলাকা কুন্ডুপাড়া এলাকা থেকে দেশীয় মদ, গাঁজা, জুয়া খেলার সরঞ্জামাদিসহ সেবনকারী আসামীদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, জেলার আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মেহেদী হাসান (৩৩), পূর্ব মাতাপুর গ্রামের বাচ্চু মোল্লার ছেলে মিজান (২৬)।
ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর গ্রামের মাহফুজুল হকের ছেলে শাহরিয়ার হোসেন @ লিখন (১৯) হাবিবুর রহমানের ছেলে রায়হান আকন্দ (১৮) মিনিগাড়ী গ্রামের নাছির আলীর ছেলে রাজু (২২), ইদ্রিস আলী মন্ডলের ছেলে ইসতিয়াক (২৪), মৃত সাইদুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৮)।
জয়পুরহাট সদর উপজেলার পৌর শহরের বুলুপাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে মোঃ সোহেল রানা (৩০),আব্দুল কাদেরের ছেলে মিন্টু (৩৫), বেলআমলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে সজিব হোসেনন (২৫), শান্তিনগর এলাকার জয়নাল আবেদীনের ছেলে বোরহান উদ্দিন (৫০), খঞ্জনপুর সাকিদারপাড়া এলাকার মৃত আবুল কাশেম আলীর ছেলে আব্দুল হালিম সোহেল (৩৫), ধানমন্ডি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৫০), মোঃ বাহাউদ্দিনের ছেলে সুজাউল ইসলাম (৪২), পাঁচুরচক এলাকার জালাল উদ্দিনের ছেলে ইমন হাসান (২০), মৃত নিজাম উদ্দিনের ছেলে রাশেদ হাসান (৩২), আরাফাতনগর এলাকার বদরুল ইসলাম চৌধুরীর ছেলে নাজমুস সাদাত চৌধুরী (২৮), সবুজনগর এলাকার খন্দকার আব্দুল ওয়াদুদের ছেলে, খন্দকার ওবায়দুল বারী @ সুমন (৪৩), সরোয়ার হোসেনের ছেলে হানিফ উদ্দিন, বাবু বর্মনের ছেলে সাগর কুমার বর্মন (২৮), মৃত রমণী মোহন দেবনাথের ছেলে অরুণ কুমার দেবনাথ, চিত্রাপাড়া এলাকার মৃত রেজাউল করিম সওদাগরের ছেলে আব্দুস সামাদ সওদাগর @ এলাহীন (৪৫), মাদারগঞ্জ এলাকার আনোয়ার হোসেন প্রামাণিকের ছেলে বকুল প্রামাণিক (৫২), মৃত আব্দুল গণির ছেলে শাহীদ আহমেদ (৫০), বামনপুর এলাকার সামছুল আলমের ছেলে মাহাবুব আলম (৪৬)
জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রামের রেজাউল হোসেনের ছেলে আব্দুর রহিম (৩৬), হিচমী পরিষদপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আইজার হোসেন (৩০), কড়ই মাদ্রাসা পশ্চিমপাড়া গ্রামের কেনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০), বড় তাজপুর মৃত নিমাই সিংয়ের ছেলে বাবলু সিং (২৮), মৃত বিরেন সিংয়ের ছেলে লগেন সিং (৩৫), পাবনপুর গ্রামের মৃত মছির শাহ]র ছেলে আজিজুল ইসলাম @ আইজুল(৪০), গাংরাইল আদিবাসীপাড়া গ্রামের উদয় চন্দ্র ওরাও এর ছেলে, শিপন এক্কা (২৬),
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষ্ণপুর গ্রামের ধীরেন পাহান মেকারের ছেলে মিলনপাহান (৩২)।
এবং নওগাঁ’র বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আমির সরদারের ছেলে জামিল সরদার (২৮) ও মোজাফ্ফর হোসেনের ছেলে শুভ হোসেন (২২)।
আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর ও আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এবং প্রকাশ্যে জুয়া আইন-১৯৬৭ মোতাবেক পৃথক পৃথক মামলা দায়েরসহ তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র্যাব অধিনায়ক মোহাইমেনুর রশিদ।