
বৃষ্টি ভেজা আঁখি
লিজা মনি
ঝলসানো চোখে তাকিয়ে আছে ভাঙ্গ ঘড়টির দিকে,
দুচোখে যেনো তার পলক পরেনা।
কিছু দিন আগেতো এরকম ছিলোনা,
এক ঝড় এসে সব এলোমেলো করে দিলো।
সে দিন ছিলোনা বৃষ্টি ছিলোনা ঝড়েরর পূর্ব আবাস,
এসে ছিলো কিছু দানোবের দল।
লন্ড ভন্ড করে দিয়ে গেলো গ্রামের পর গ্রাম,
যার হাত থেকে পাইনি রেহাই মা শিশু বোন।
দানবের দল এসে ছিলো ঝড়ের মতো
ভিজিয়ে দিয়ে গেল ভাইয়ে বাবার রক্ততে
পাইনি কেউ ইকটুও ঠাই
দেশের বুকে স্বাধীন ভাবে বাচঁতে।
বীর বাঙ্গালি হাল ধরেছে
দেশকে করতে শএু মুক্ত
পাইনে তারা কখনো শএুর ভয়
পেরেছে দেশকে স্বাধীন করতে।