সেচ্ছাসেবী সংগঠন সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর কাউন্সিল ২৪শে অক্টোবর (শনিবার) চট্টগ্রাম লাভলেইন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হল রুমে পারভেজ উদ্দীনের সঞ্চলনায় ও মিনহাজুল রহমান মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব স.উ.ম আবদুস সামাদ। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন -ওষখাইন দরবার শরীফের পীর ছাহেব হাফেজ ক্বারী নিজাম উদ্দিন ছিদ্দীকি,মোঃবদিউর রহমান, মোঃসোহবার হোসেন, মোঃনাজিম, মোঃআদনান তাহসিন, মোঃনাজিম উদ্দিন
এতে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক সাহেদুল ইসলাম মুন্না,সচিব মোঃরবিউল ইসলাম, আরিফুল, মুন্না,মূসা করিম,নূরুল আজিম,জানে আলম,কামাল উদ্দিন, মাহিন,মাহমুদুল রহমান, মাহফুজ,এনাম,পারভেজ মোশাররফ, হান্নান উদ্দিন,দায়েস উল্লাহ,পারভেজ,আবদুল মুমিন প্রমুখ।
প্রধান অতিথি স.উ.ম.আব্দুছ সামাদ বলেন রক্ত মানুষের শরীরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান। এক সময় মানুষ রক্ত দানে অনিহা প্রকাশ করলেও বর্তমানে তা অনেকটা কেটে গেছে।মানুষ এখন রক্তদানে অনেক উৎসাহী। তবে এক্ষেত্রে তরুণরা সবচেয়ে এগিয়ে,যার প্রমাণ আজকের এই সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশন। সভায় মুহাম্মদ রবিউল ইসলামকে সভাপতি ও সাহেদুল ইসলাম মুন্নাকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কাউন্সিলর মুহাম্মদ ফরিদুল ইসলাম।