
“মানব সেবাই পরম ধর্ম” এ মহান সত্যকে বুকে ধারণ করে তিনি এগিয়ে চলছেন সততা আর সাহস নিয়ে। সর্বদা হতদরিদ্র, অসহায় ও দরিদ্রদের নিজের সাধ্যমত সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, যেকোনো দুর্যোগে সবার আগে ছুটে যাচ্ছেন বিপদগ্রস্ত মানুষের পাশে, নিঃস্বার্থ ভালবাসা আর পরম মমতায় ভুলিয়ে দিচ্ছেন মানুষের কষ্ট, যন্ত্রণা। হতাশায় নিমজ্জিত মানুষের মনে আশা জাগিয়ে বেঁচে থাকার প্রেরণা যোগাচ্ছেন, উৎসাহ দিচ্ছেন নব উদ্যমে সুদৃঢ় পারিবারিক বন্ধন রচনা করে দুনিয়াতে সৎভাবে বেঁচে থাকতে। তিনিই ইমতিয়াজ আহমেদ জয়। নরসিংদী জেলার বেলাব উপজেলার ৫নং আমলাব ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। যিনি অবিচার ও নির্যাতনের বিরুদ্ধে সবসময় সোচ্চার। সত্যের পথে অবিচল এক টগবগে যুবক। আমলাব ইউনিয়নের ইতিহাসে ৯ নং ওয়ার্ডের প্রথম চেয়ারম্যান প্রার্থী তিনি। এ ওয়ার্ডটি আমলাব ইউনিয়নে সবচেয়ে জনবহুল। তার নীতি ও আদর্শের কারণে তিনি যুবক, মধ্যবয়সী ও বৃদ্ধ সবার নিকট অতিপ্রিয় ও গ্রহণযোগ্য।
তারুণ্যের প্রতীক যুবলীগের রাজনীতিতে যুক্ত বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতির বাহক জয় জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নের অগ্র সেনানী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথে আমলাব ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর তিনি। তাছাড়া বর্তমান সময়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া ধর্ষণ, চুরি, ডাকাতি, প্রতারণা, জালিয়াতি, ঘুষ, জুয়া ও সুূদসহ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবেন বলে জানান তিনি। সামাজিক কাজে সর্বদা আত্মনিয়োগকারী এ চেয়ারম্যান প্রার্থী বলেন ‘সব সময় জনগণের কাছাকাছি থাকি বলে আমি জনগণের কষ্টটা ভালোভাবেই অনুধাবন করি। তাছাড়া আমার এ ইউনিয়নে চলমান নৈরাজ্য, নৈতিকতা বিরোধী কাজ, অসামাজিক কাজ চিরতরে নির্মুল করবো আমি। সবধরনের জুয়া, সন্ধ্যার পর স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা বন্ধ করবো।
অবহেলিত এ এলাকার গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে সেগুলো আগে সমাধান করবো। এতিম, গরীব-দুঃখীদের সমস্যা লাঘব করবো যেকোন মূল্যে। সাদাকে সাদা আর কালোকে কাল বলার অভ্যাস আমার সারা জীবনের। আমি নির্বাচিত হলে শোষনমুক্ত সমাজ গড়ে তুলবো আমার এ ইউনিয়নে। আমাকে সাধারণ মানুষ ও বন্ধুূদের প্রদত্ত নাম ‘জয়ের’ সম্মান রাখবো আমি। সকল অন্যায়কে প্রতিরোধ করে সত্যের জয় ছিনিয়ে এনে তাদের দেওয়া নামের যথার্থতা প্রমাণ করবো।’