ফ্রান্সে ইসলাম ধর্মের অবমাননা ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র উপস্থাপন করায় রাঙ্গুনিয়ার বৃহত্তম রাজানগর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে প্রায় সহস্রাধিক জনসমাগমের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৪:৩০ মিনিটে রাজানগর রুকুনুল ইসলাম খন্ডলিয়া পাড়া মাদ্রাসা গেইট থেকে শুরু হয়ে ধামাইরহাটা হয়ে বিক্ষোভ মিছিলটি রাজারহাট এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষ করে রাজারহাট সিএনজি স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ফ্রান্সের সকল প্রকার পণ্য পরিহার করার ঘোষনা দেন। বক্তারা, বিশ্ব মানবতার অগ্রদূত, মানবতার দিশারী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সের প্রধানমন্ত্রীকে ধিক্কার এবং ফ্রান্সের বিভিন্ন প্রকার পণ্য পরিহার করার ঘোষণা দেন।
বক্তারা বলেন, মুসলমান হিসেবে সবারই উচিত যে যেখানে আছে সেখান থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলতে হবে। মানববন্ধনে বক্তব্য দেন, রুকুনুল ইসলাম খন্ডলিয়া পাড়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মুহাম্মদ গিয়াস উদ্দিন, সহকারি পরিচালক মাওলানা মহিন উদ্দিন। শেষে মোনাজাত পরিচালনা করেন ফুলবাগিচা মাদ্রাসার পরিচালক মাওলানা নাসির উদ্দিন।
জুনাইদ বিন ইব্রাহিম, হাসান, সাইফুল, রায়হান, ফরহাদ এবং ইয়াসিন আরফাতের সহযোগিতায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, রাজানগর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মাস্টার কাদের, রাজারহাট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জনাব ফারুক সিকদার, চট্টগ্রামের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের দক্ষিণ রাজানগর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
রাঙ্গুনিয়া মর্ডান ব্লাড ডোনেশন ক্লাবের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক জুনাইদ বিন ইব্রাহিম এবং রাজানগর ইউনিয়ন শাখার সিনিয়র সদস্য রাশেদ তাঁদের ব্যক্তিগত সাক্ষাৎকারে স্বাধীন বাংলা ৭১ চ্যানেলকে জানান, ফ্রান্সে মহানবী (সাঃ) কে ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় তাঁরা স্থানীয়দের সহযোগিতায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। তাঁরা বলেন, শুধু এখানেই নয় বরং সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।