
বাস্তব জীবনের গল্প নিয়ে সটফিল্ম তৈরি করলেন তরুণ নির্মাতা নাজমুস সাকিব, এতে অভিনয়ে ছিলেন, সাকিব নিজে এবং নাজিম খাঁন ফারহান নাদিম, ২৯ অক্টোবর সকালে নাজিম খাঁন ইউটিউব চ্যানেলে ভিড়িওটি আপলোড করা হয়।
নাজমুস সাকিবের সাথে এই বিষয়ে কথা বলে জানা যায়,
করোনার কারণে বাস্তব জীবনে মানুষ অনেক কষ্টে জীবন পার করতেছেন অনেক ভালো ভালো শিক্ষিত মানুষ গুলো চাকরি হারিয়ে পথে ঘাটে নানা রকমের ব্যবসা করছেন। তাঁদেরকে নিয়ে বাস্তবতা তুলে ধরছেন এই ভিডিওতে। তিনি আরো জানান, সামনে আরো ভালো ভালো কাজ নিয়ে মানুষের সামনে আসবেন এই তরুন প্রজন্মের নির্মাতা সাকিব।
শর্টফিল্মটি দেখলে দর্শকদের মনে হবে যেনো ব্যাস্তব জীবনের কোন গল্প তুলে ধরা হলো এই ভিডিওতে। খুব সুন্দর ভাবে অভিনয় ও করলেন সাকিব, ফারহান এবং নাজিম খাঁন। তাঁদের আশা তাঁরা এই ভিডিওর মাধ্যমে মানুষের মন জয় করবেন।