ইমরানুল ইসলাম আদি,কক্সবাজার প্রতিনিধি, চট্টগ্রাম বিভাগ।
অদ্য আজ রোজ শনিবার, বমু বিলছড়ি ইউনিয়নের বমু পানিস্যাবিল আদর্শ নুরানী একাডেমীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন হয়।এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন :নুরুল হোসাইন সভাপতি অত্র সংগঠন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন:সু-শিক্ষায় শিক্ষিত হয়ে তুমরা একদিন দেশ ও জাতি গঠনে নিরন্তর ভুমিকা রাখবে।আজকের শিশু আগামীর কর্ণদ্বার।তাই সকল শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,সিঃসহ সভাপতিঃ এস আই নুরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:শিক্ষা জাতির মেরুদন্ড।পুলিশ জনতার বন্ধু হিসেবে কাজ করে।একদিন তুমাদের কেউ শিক্ষিত হয়ে সকল পেশায় অনন্য অবদান রাখতে হবে।পাশাপাশি বমু বিলছড়িকে একটি সু-শিক্ষিত বমু বিলছড়ি হিসেবে গড়া তুমাদের দায়িত্ব।নৈতিক মুল্যবোধ অবক্ষয়ের এই দীনে তুমাদের মতো মাদ্রাসা ছাত্রদের অনন্য অবদান রাখতে হবে।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সেক্রেটারি মোহাম্মদ নুরুল আবছার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্যাশিয়ার:আমিনুল হক মুক্তা।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোজাফফর আহমদ। সিঃযুগ্ন সম্পাদকবমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ।
উপস্থিত ছিলেন,উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মুফিজ সাহেব।
পরিশেষে বলা যায় যে, মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।